শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার
Published: 7th, August 2025 GMT
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়াছিন (২৩)। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্ডেন মাদ্রাসার ছাত্রী। গত রোববার বিকেলে প্রাইভেট পড়ার জন্য ওই শিক্ষকের কাছে যায় শিশুটি। এ সময় তাকে পাশের একটি কক্ষে নিয়ে বিস্কুট খেতে দেন ইয়াছিন। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্না শুরু করে এবং দৌড়ে বাড়ি চলে যায়। পরে তার সৎমাকে বিষয়টি জানায়।
ঘটনার তিন দিন পরে শিশুটির সৎমা মা বাদী হয়ে গতকাল নবাবগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় ইয়াছিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বাদী ও শিশুটির মা বলেন, ‘ও আমারই সন্তান। আমিই লালন–পালন করে বড় করছি। এ ধরনের শিক্ষক নামের অমানুষদের কঠোর শাস্তি চাই।’
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার শিশুটিকে ঢাকা পাঠানো হয়েছে জানিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ইয়াছিনকেও আজ আদালতে পাঠানো হবে।র
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম