শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। বোলিংয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের জেন ম্যাগুয়ের; নিজের ইনিংসে প্রথম বলটি খেলতে তিনি প্রস্তুত।
তখন পর্যন্তও জয়ের দৌড়ে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু কিসের কী, ম্যাগুয়ের মেরে দিলেন ছক্কা! ডাবলিনে কাল রাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ম্যাগুয়েরের এই ছক্কায় ৪ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড, আর ম্যাগুয়ের গড়েছেন বিশ্ব রেকর্ড।
ম্যাগুয়েরই প্রথম ক্রিকেটার, যিনি নিজ ইনিংসে প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন। এর আগে অনেকেই শেষ বলে ছক্কা মেরে জেতালেও সেগুলো কারও ইনিংসের প্রথম বল ছিল না।
জয়ের পর ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল থাকায় (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ ম্যাগুয়েরের কাছে জানতে চাওয়া হয়েছিল, টি–টোয়েন্টিতে এর আগে ছক্কা মেরেছন কি না? তাঁর উত্তর, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’
মেয়েদের ঘরোয়া টি–টোয়েন্টিতে একটি ছক্কা আছে ম্যাগুয়েরের। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে এটাই তাঁর প্রথম ছক্কা।
আরও পড়ুনঅভিষেকেই পাকিস্তানকে জেতালেন নেওয়াজ৪ ঘণ্টা আগেটসে জিতে আগে ব্যাটিং করা পাকিস্তান ৬ উইকেট ১৬৮ রান তুলেছিল। সর্বোচ্চ ৩৩ রান এসেছে শাওয়াল জুলফিকারের ব্যাট থেকে। এই রান তাড়া করতে নেমে ফিফটি পান অর্লা প্রেন্ডারগাস্ট (৫১), লরা ডেলানি খেলেন ৪২ রানের ইনিংস।
সিরিজ হারল পাকিস্তান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যা মামলার আসামি শহীদুলকে ইটনা থেকে গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, শহীদুল হত্যাকাণ্ডের পর ইটনায় পালিয়ে গিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে তাকে র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়। তারা শহীদুলকে গাজীপুরে নিয়ে যাচ্ছেন।
গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার পরদিন নিহতের বড়ভাই মিজবা হোসেন বাসান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত শহীদুলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
রুমন//