নির্বাচন করে বেআইনি কাজ করিনি, ভুল হলে ক্ষমা চাই: চুন্নু
Published: 9th, August 2025 GMT
দলীয়ভাবে জাতীয় পার্টি নির্বাচন করে বেআইনি কাজ করেনি, তবে নৈতিকতার জায়গা থেকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির মহাসচিব ও সাবেক এমপি মুজিবুল হক চুন্নু।
শনিবার (৯ আগস্ট) দুপুরে গুলশানের ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে আয়োজিত দলের জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির এক সময়ের মহাসচিব ও জাপা জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজি ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদসহ জেলা-উপজেলার কাউন্সিলরবৃন্দ।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে জাতীয় পার্টির কর্মকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘‘আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে হয়তো সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, নেওয়াও অনেক সময় যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেকে বিভিন্ন সময় আমাদের নিয়ে কটূক্তি করেছেন, বিভিন্ন দলের সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন; একটি কথা বলবো, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বেআইনী কোনো কাজ করি নাই, যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেজন্য আজকে এই কাউন্সিলে দাড়িঁয়ে পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’’
সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে চুন্নু বলেন, ‘‘আমরা সকল রাজনৈতিক দলকে বলবো, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ উদার গণতান্ত্রিক পার্টি। আমরা দেশ ও জাতির কল্যাণে শান্তিপূর্ণ রাজনীতি করি। আমরা সেই দলকে নিয়ে দেশের মানুষের কাছে যেতে চাই। দেশের সকল আইন, নিয়ম কানুন মেনে রাজনীতি করতে চাই। সেজন্য সকল রাজনৈতিক দল, সরকার- সবার সহযোগিতা চাই।’’
ঢাকা/নঈমুদ্দীন//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক উন স ল র জন ত
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ, পদ ৩৯৭৭
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ৯ম থেকে ১১ম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে মোট পদ ৩ হাজার ৯৭৭টি। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পদগুলোর মধ্য ৯ম গ্রেডের পদ ৫৮৭টি, ১০ম গ্রেডের পদ ২ হাজার ৯৭৪টি এবং ১১তম গ্রেডের পদ ৪১৬টি। এসব পদের পছন্দক্রমের আবেদন শুরু হবে ২৭ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে১ ঘণ্টা আগেআবেদন শুরু হবে ২৭ নভেম্বর থেকে। ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে