নির্বাচন করে বেআইনি কাজ করিনি, ভুল হলে ক্ষমা চাই: চুন্নু
Published: 9th, August 2025 GMT
দলীয়ভাবে জাতীয় পার্টি নির্বাচন করে বেআইনি কাজ করেনি, তবে নৈতিকতার জায়গা থেকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির মহাসচিব ও সাবেক এমপি মুজিবুল হক চুন্নু।
শনিবার (৯ আগস্ট) দুপুরে গুলশানের ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে আয়োজিত দলের জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির এক সময়ের মহাসচিব ও জাপা জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজি ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদসহ জেলা-উপজেলার কাউন্সিলরবৃন্দ।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে জাতীয় পার্টির কর্মকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘‘আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে হয়তো সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, নেওয়াও অনেক সময় যায় না। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেকে বিভিন্ন সময় আমাদের নিয়ে কটূক্তি করেছেন, বিভিন্ন দলের সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন; একটি কথা বলবো, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বেআইনী কোনো কাজ করি নাই, যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেজন্য আজকে এই কাউন্সিলে দাড়িঁয়ে পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’’
সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে চুন্নু বলেন, ‘‘আমরা সকল রাজনৈতিক দলকে বলবো, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ উদার গণতান্ত্রিক পার্টি। আমরা দেশ ও জাতির কল্যাণে শান্তিপূর্ণ রাজনীতি করি। আমরা সেই দলকে নিয়ে দেশের মানুষের কাছে যেতে চাই। দেশের সকল আইন, নিয়ম কানুন মেনে রাজনীতি করতে চাই। সেজন্য সকল রাজনৈতিক দল, সরকার- সবার সহযোগিতা চাই।’’
ঢাকা/নঈমুদ্দীন//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক উন স ল র জন ত
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া
সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা. আইয়ূব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।