যে ঘর নারীর সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই ঘরই হয়ে উঠছে তার মৃত্যুকূপ। নিজের স্বামী, সঙ্গী বা স্বজনের হাতেই বিশ্বে প্রতি ১০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন নারী। এমন ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সোমবার জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘ নারী সংস্থা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ৮৫ হাজার নারী ও কন্যাশিশু খুন হয়েছেন। এরমধ্যে প্রায় ৬০ শতাংশ—অর্থাৎ ৫১ হাজারের বেশি নারী ও শিশু  তাদের স্বামী, সঙ্গী, বাবা-চাচা বা ঘনিষ্ঠ আত্মীয়ের হাতে খুন হয়েছেন।

এ হিসেবে দেখা যায়, প্রতিদিন গড়ে ১৪০ জন নারী এবং প্রতি ১০ মিনিটে একজন নারী এমন কারও হাতে প্রাণ হারান, যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করার কথা ছিল তাদের।

প্রতিবেদন বলছে, প্রাণঘাতী সহিংসতার ঝুঁকির দিক থেকে নারীদের জন্য নিজ ঘরই সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে। যদিও হত্যার শিকার হওয়া পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় চার গুণ বেশি ছিল, কিন্তু হত্যার শিকরা হওয়া ৮০ শতাংশই অপরিচিতের হাতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলই নারী নির্যাতনজনিত হত্যাকাণ্ড থেকে মুক্ত নয়। তবে গত বছর আফ্রিকায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। ২০২৩ সালে সেখানে ২১ হাজার ৭০০ নারী তাদের ঘনিষ্ঠজনের হাতে নিহত হয়েছেন। তুলনামূলক সবচেয়ে কম ছিল ইউরোপ ২ হাজার ৩০০। এরপর অবস্থান এশিয়ার। 

জাতিসংঘ বলছে, লিঙ্গবৈষম্য, ক্ষমতার অসমতা ও ক্ষতিকর সামাজিক রীতিনীতি নারী হত্যার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। 

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি বলেছেন, “নারীর প্রতি সহিংসতা দীর্ঘদিন ধরে প্রচলিত লিঙ্গভিত্তিক পক্ষপাত, ক্ষমতার ভারসাম্যহীনতা এবং ক্ষতিকর সামাজিক নীতির কারণে ঘটে। এই সব কিছুকে মোকাবিলা ও ভেঙে ফেলা ছাড়া নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়।”

জাতিসংঘের নারী নীতি বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেছেন, “নারী হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি প্রায়শই ধারাবাহিক সহিংসতার একটি অংশ, যা নিয়ন্ত্রণমূলক আচরণ, হুমকি এবং অনলাইনসহ হয়রানি থেকে শুরু হতে পারে।” 

এটা মোকাবিলায় কার্যকর তথ্য সংগ্রহ, গণমাধ্যমের তথ্য ব্যবহার এবং সহিংসতার প্রতি কঠোর ‘জিরো টলারেন্স’ সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন বলেও জানান তিনি।

১০৭টি দেশ ও অঞ্চল থেকে পাওয়া তথ্য এবং সদস্যরাষ্ট্রগুলোর সরবরাহকৃত তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করে জাতিসংঘ।

ঢাকা/ইভা   

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সবচ য়

এছাড়াও পড়ুন:

বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলের সেনাবাহিনী এ খবর জানিয়েছে। পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।

ইসরায়েল সেনাবাহিনীর জানায়, হিজবুল্লাহর নিহত নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

আরব নিউজের প্রতিবেদনে আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।

আল-তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরায়েল। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন সম্প্রতি হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল।

ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭
  • মেডিকেলে ভর্তি পরীক্ষা : মানবিক গুণাবলির প্রশ্ন-১
  • সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন, পেনশনসহ অন্য প্রাপ্যতা রিভিজিট করতে কেন নির্দেশ নয়: হাইকোর্ট
  • উৎপাদনকারী নয়, জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
  • মেডিকেল টেকনোলজিস্টদের স্বতন্ত্র পরিদপ্তর যে কারণে জরুরি
  • চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • ইসরায়েলের হামলায় নিহত তাবতাবাই কে, কীভাবে হিজবুল্লাহতে যোগ দিলেন
  • বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত
  • যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় ৩৪২ ফিলিস্তিনি নিহত