সালমানের শুটিং সেট কেন ভাঙা হচ্ছে?
Published: 10th, August 2025 GMT
সালমানের খানের নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। এটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান। এজন্য শারীরিকভাবে নানা পরিবর্তনও করেছেন এই অভিনেতা।
চলতি মাসে মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরুর কথা ছিল। এজন্য মেহবুব স্টুডিওতে সেটও তৈরি করা হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন নির্মাতারা। গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে নির্মিত সেটটিও ভেঙে ফেলা হচ্ছে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র মিড-ডের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “বান্দ্রায় তৈরি সেটটি এরই মধ্যে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।”
আরো পড়ুন:
ফ্ল্যাট বেচে দিলেন সালমান খান
আব্দু রোজিককে গ্রেপ্তারের ব্যাপারে যা জানা গেল
কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “এটি একটি সৃজনশীল সিদ্ধান্ত। নির্মাতারা সরাসরি অ্যাকশন দৃশ্য দিয়েই শুরু করতে চান। তাছাড়া সালমানের একটি নির্দিষ্ট লুক আছে এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুম্বাই ও লাদাখের শুটিংয়ের মাঝে ৩০ দিনের ব্যবধান রাখা সম্ভব না। পরিচালক অপূর্ব মনে করেন, ‘এই দৃশ্যগুলো পরপরই শুট করা প্রয়োজন।’ তাই আপাতত মুম্বাই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবেন, শহরে কোনো গানের দৃশ্য বা অতিরিক্ত কোনো দৃশ্যের শুট করবেন কি না।”
২০২০ সালের জুন মাসে সংঘটিত ভারত-চীন সামরিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। গুঞ্জন উড়ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সিনেমাটি সমস্যায় পড়েছে। তবে সূত্রটি এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।
এ বিষয়ে সূত্রটি বলেন, “এই সিনেমায় একজন সৈনিকের বীরত্বকে তুলে ধরা হয়েছে। এটি অন্যকোনো দেশকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে না। নির্মাতারা যথাযথ অনুমতি ছাড়া সিনেমার ঘোষণা দিতেন না।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ: মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি
হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার (২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম)। পাশাপাশি তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী, এখন (৩০ জুন পর্যন্ত) দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।
আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা/থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।
খসড়া তালিকা নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে। দাবি–আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
হালনাগাদ কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এবার ২৭ লাখ ৭৬২ জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। হিজড়া পরিচয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন ২৫১ জন।
নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তাঁরাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবর বা তারপরে তরুণ ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা আরও বাড়বে।
আরও পড়ুনডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট০৭ আগস্ট ২০২৫আরও পড়ুনভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন০৬ আগস্ট ২০২৫