গাজীপুরের কালীগঞ্জের টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজের কাছে হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। পুলিশের ধারণা, পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।

স্থানীয়রা জানান, রাতে মোজাম্মেলকে হাত-পা বেঁধে ব্রিজের কাছ দিয়ে কয়েকজন ব্যক্তিকে নিয়ে যেতে দেখতে পান এলাকার লোকজন। এসময় এলাকাবাসীর টর্চ লাইটের আলো দেখে মোজ্জামেলকে খাদের মধ্যে ফেলে পালিয়ে যান ওই ব্যক্তিরা। পরে কাছে গেলে, মোজাম্মেলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি মো.

আলাউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।  ভুক্তভোগী চিকিৎসাধীন থাকায় এখনো তার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।” 

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ