সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ফরিদকে যুবদল থেকে বহিষ্কার
Published: 11th, August 2025 GMT
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভুইয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় যুবদলের সাবেক নেতা ফরিদ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীদের সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড ও অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
আরো পড়ুন:
জবিতে র্যাগিং করায় ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার, বিএনপি নেতা বহিষ্কার
সোমবার (১১ আগস্ট) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একনলা বন্দুক উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান। দুপুরে ফরিদ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা/লিটন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর লক ষ ম প র য বদল র স
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে