বন্দরর মানসিক প্রতিবন্ধী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
Published: 12th, August 2025 GMT
বন্দরে দিন দুপুরে ১২ বছরের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন হয়রানি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ভূক্তভোগী কিশোরী মা রুমা বেগম বাদী হয়ে লম্পট শাহাবুদ্দিনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে রোববার (১০ আগস্ট) বেলা ১২টায় বন্দর থানার কোটপাড়াস্থ প্রতিবেশী সুমা বেগমের বসত ঘরে ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার শম্ভুপুরা এলাকার বাসিন্দা সোহেল মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর কোটপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
গত রোববার বেলা ১২টায় অভিযোগের বাদিনীর মা মমতাজ বেগম ও মানসিক প্রতিবন্ধী কিশোরী উল্লেখিত ভাড়াটিয়া বাসায় অবস্থান কালে ওই সময় লম্পট শাহাবুদ্দিন মিয়া উক্ত বাসায় প্রবেশ করে এবং মানসিক প্রতিবন্ধী কিশোরীকে কোলে করে প্রতিবেশী সুমা বেগমের বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক স্পর্শকাতর জায়গায় হাত দিযে যৌন হয়রানি করে।
পরে ভূক্তভোগী কিশোরী বিষয়টি তার পিতা/ মাতাকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য ন হয়র ন
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে