বন্দরর মানসিক প্রতিবন্ধী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
Published: 12th, August 2025 GMT
বন্দরে দিন দুপুরে ১২ বছরের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন হয়রানি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ভূক্তভোগী কিশোরী মা রুমা বেগম বাদী হয়ে লম্পট শাহাবুদ্দিনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে রোববার (১০ আগস্ট) বেলা ১২টায় বন্দর থানার কোটপাড়াস্থ প্রতিবেশী সুমা বেগমের বসত ঘরে ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার শম্ভুপুরা এলাকার বাসিন্দা সোহেল মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর কোটপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
গত রোববার বেলা ১২টায় অভিযোগের বাদিনীর মা মমতাজ বেগম ও মানসিক প্রতিবন্ধী কিশোরী উল্লেখিত ভাড়াটিয়া বাসায় অবস্থান কালে ওই সময় লম্পট শাহাবুদ্দিন মিয়া উক্ত বাসায় প্রবেশ করে এবং মানসিক প্রতিবন্ধী কিশোরীকে কোলে করে প্রতিবেশী সুমা বেগমের বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক স্পর্শকাতর জায়গায় হাত দিযে যৌন হয়রানি করে।
পরে ভূক্তভোগী কিশোরী বিষয়টি তার পিতা/ মাতাকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য ন হয়র ন
এছাড়াও পড়ুন:
অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...
প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।
অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর