নেত্রকোনায় ইঁদুরের বিষ পান করে গৃহবধূর আত্মহত্যা
Published: 13th, August 2025 GMT
নেত্রকোনার বারহাট্টায় পারিবারিক কলহের জেরে ইঁদুরের বিষ পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তারা আড়াই বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) এ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি কামরুল হাসান।
নিহত রিয়া মনি (২৫) বারহাট্টা উপজেলার জয়কৃষ্ণ নগর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং জয়পতাকা গ্রামের কমল মিয়ার মেয়ে।
আরো পড়ুন:
ময়মনসিংহ মেডিকেলের হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ
জবি শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা: অভিযোগপত্রে নেই সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) সকালে স্বামী সোহেল মিয়ার সঙ্গে রিয়া মনির ঝগড়া হয়। পরে স্বামী মাছ ধরতে গেলে রিয়া মনি পূর্ব থেকে ঘরে রাখা ইঁদুরের বিষ পান করেন। বিষক্রিয়ায় অস্থির হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাকে টক জাতীয় খাবার খাওয়ায়। পরে বেলা ১২টা ৫০ মিনিটে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কমল মিয়া অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে তার স্বামী সোহেল ও শ্বশুর-শাশুড়ি মিলে বিষ খাইয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে তারা আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করছিল। আমার মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে তারা। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”
এ বিষয়ে রিয়া মনির স্বামী সোহেল মিয়া বলেন, “গতকাল রাতে আমার স্ত্রী আমাদের আড়াই বছরের ছেলেকে মারধর করে। তখন আমি তাকে বকাঝকা করি। সকালে মাছ ধরতে চলে গেলে সে ঘরে রাখা ইঁদুরের বিষ পান করে। পরে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসি, কিন্তু তাকে বাঁচাতে পারিনি।”
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, “ঘটনার পর রিয়া মনির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইবাদ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ই দ র র ব ষ প ন কর আম র ম য় ব রহ ট ট
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ