গাজীপুরের শ্রীপুরে সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়া লামিয়া আক্তার (১৯) নামের তরুণীর মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের সুতিয়া, ব্রহ্মপুত্র ও বানার নদীর মোহনা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের ত্রিমোহিনী সেতু থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দেন লামিয়া। লামিয়া আক্তার নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ময়মনসিংহের পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, লামিয়ার বাড়িতে তাঁর ডায়েরিতে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। চিরকুটে কী লেখা ছিল, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ত্রিমোহিনী সেতু থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর পানিতে ভাসমান মরদেহটি মাছ ধরার জন্য পানিতে ফেলে রাখা গাছের ডালপালায় আটকে ছিল। গতকাল বেলা দুইটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা অনুসন্ধান চালায়।

আরও পড়ুনকয়েকজন দেখলেন, এক তরুণী সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ছেন১৯ ঘণ্টা আগে

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো.

ইদ্রিস আলী বলেন, মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তিন নদীর মোহনায় পাওয়া গেছে। অনুসন্ধান সমাপ্ত করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। ওই তরুণীর ডায়েরিতে লেখা চিরকুট নিয়ে টঙ্গী নৌ পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ত্রিমোহিনী সেতু থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দেন লামিয়া আক্তার। তাঁর জুতা দেখে স্বজনেরা তাঁকে শনাক্ত করেন। ঝাঁপিয়ে পড়ার পর দূর থেকে স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পান। তাঁকে উদ্ধার করতে নদীতে নামলেও নাগাল পাওয়ার আগেই তিনি পানিতে তলিয়ে যান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তর ণ র মরদ হ

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ