বন্দরে যুব সংহতি নেতা শাকিল গ্রেপ্তার
Published: 14th, August 2025 GMT
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা য্বু সংহতির যুগ্ম আহবায়ক শাকিল আহাম্মেদ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল আহম্মেদ বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত শফিউদ্দিন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১৩ আগস্ট) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ইং সালে বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা ও মারামারি ঘটনায় বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ৫৯৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সরকার বেআইনি কোনো কাজ করছে না, আড়িপাতা প্রসঙ্গে প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “এই সরকার বেআইনি কোনো কাজ করছে না—এটুকু আমি বলতে পারি। আগের সরকার কীভাবে আড়িপাতা পদ্ধতি ব্যবহার করেছে বেআইনিভাবে, কেনাকাটা থেকে শুরু করে কীভাবে ব্যবহার হয়েছে, আপনার-আমার নাগরিক অধিকার কীভাবে খর্ব করা হয়েছে–এই পুরো বিষয়টি কমিটি দেখবে।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়—শেখ হাসিনার আমলে প্রচুর শ্রমিক নেতার বিরুদ্ধে অনেক হয়রানিমূলক মামলা করা হয়, তাদের অধিকার খর্ব করার জন্য। বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে আসলে দমন করতে চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছে যে, ৯০ শতাংশ মামলা যেগুলো শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হয়েছে।
আরো পড়ুন:
উপদেষ্টা পরিষদের বৈঠক: ৩৬৭ সংস্কার প্রস্তাবের ৩৭টি বাস্তবায়িত
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা: প্রেস সচিব
তিনি বলেন, “পাবলিক প্রকিউরমেন্ট নিয়ে কথা হয়েছে। এটা নিয়ে নতুন একটি আইন সংশোধন করা হয়েছে। এটার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, খুব দ্রুত এটা উপদেষ্টা পরিষদে আসবে।”
ঢাকা/আসাদ/সাইফ