দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন— ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, বিএনপি কর্মী ইব্রাহিম খলিল, লিটন ও সাইফুল ইসলাম।

আরো পড়ুন:

ইবিতে শিক্ষক-শিবির বিতণ্ডা: বিএনপিপন্থি শিক্ষক সংগঠনগুলোর নিন্দা

খুলনায় মহররমের নামে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট ধলবাড়িয়া ইউনিয়নের ৯ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্ধারণে গণতান্ত্রিক ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় তারা ঔদ্ধত্য আচরণ, ভোটে বাধা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সুনাম ক্ষুণ্ণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন, ‘‘দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় বিএনপি ও যুবদলের ৩ নেতাকর্মী বহিষ্কার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- শ্যামনগর উপজেলা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মফিজুর রহমান মফু ও বিএনপি কর্মী সলতে বাবু।

আরো পড়ুন:

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা 

শিবচরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২৫

বহিষ্কারের চিঠিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। যার অংশ হিসেবে গত ২৫ জুলাই শ্যামনগর উপজেলার ওয়ার্ড কাউন্সিল চলার সময়ে ভোট প্রদানে বাধাদানসহ ঔদ্ধত্যপূর্ণ আচারণের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙের স্পষ্ট প্রমাণ রয়েছে। যে কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে উক্ত তিনজনকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিস্কার করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন, “দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ওয়ার্ড কউন্সিলকে ঘিরে শ্যামনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন বন্ধ করে দেন জেলা বিএনপির নেতারা।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরায় বিএনপি ও যুবদলের ৩ নেতাকর্মী বহিষ্কার