বঙ্গবন্ধুকে নিয়ে যা লিখলেন শাকিব খান
Published: 15th, August 2025 GMT
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না।
তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে কেউ কেউ জুড়ে দিয়েছেন কবিতা আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজস্ব মতামত। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঢালিউডের এই সুপারস্টার বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’’
আরো পড়ুন:
শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল
শাকিবের ‘রহস্যময়’ বার্তা
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ