আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না।

তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে কেউ কেউ জুড়ে দিয়েছেন কবিতা আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজস্ব মতামত। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঢালিউডের এই সুপারস্টার বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’’ 

আরো পড়ুন:

শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল

শাকিবের ‘রহস্যময়’ বার্তা

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই নারী আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার পরশুরাম উপজেলার সত্যনগর গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার (৩২) ও হোসনে আরা বেগম (৫৫)। সম্পর্কে তারা বউ-শাশুড়ি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাংক রোডে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার জন্য অটোরিকশাযোগে সদর হাসপাতাল মোড়ে নামেন তারা। পরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরো পড়ুন:

এএসআই’র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ 

মাদারীপুরে অস্ত্রসহ ‘কোপা সামচু’ গ্রেপ্তার

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, ‘‘হোসনে আরা বেগমের বাম পা ভেঙে হাড় বের হয়ে গেছে। আর ফাতেমা আক্তারের মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে।’’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামজুজ্জামান বলেন, ‘‘ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত নিবন্ধ