লা লিগায় বার্সেলোনা মৌসুমের প্রথম ম্যাচ খেলেছে গতকাল রাতে মায়োর্কার মাঠে। আগামী শনিবার পরের ম্যাচ লেভান্তের মাঠে। এরপর ৩১ আগস্ট যে ম্যাচ, সেটি রায়ো ভায়েকানোর মাঠে। সাধারণত এমনটা দেখা না গেলেও লা লিগায় এবার নিজেদের প্রথম তিনটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে বার্সেলোনা।

স্প্যানিশ চ্যাম্পিয়নদের এমন পরের মাঠে ‘ঘুরে বেড়ানোর’ কারণ নিজেদের মাঠ–সংকট। দুই বছর পর এবার সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে ‘হোম’ ম্যাচ খেলার কথা বার্সার। কিন্তু নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখনো সেখানে খেলার ব্যবস্থা করা যায়নি।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পরও ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরু করা যাবে কি না, সেটা নিয়েও আছে শঙ্কা। এর মধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বেঁধে দিয়েছে সময়সীমা—২৮ আগস্টের মধ্যে জানাতে হবে, কবে ক্যাম্প ন্যুতে খেলা শুরু করা যাবে।

নির্মাণকাজের কারণে ২০২৩ সাল থেকে ক্যাম্প ন্যু ছেড়ে টানা দুই মৌসুম অলিম্পিক লুইস কোম্পানিসে খেলেছে বার্সেলোনা। ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য ছিল, ২০২৪ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুতে ফেরা। কিন্তু সেবার তো নয়ই, পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মে মাসের লক্ষ্যও পূরণ হয়নি।

ক্যাম্প ন্যুতে চলছে গ্যালারির কাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়, র‍্যাগিং করলে ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরিচিতি (ওরিয়েন্টেশন) ক্লাসের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নবীনদের বরণ করতে রঙিন আলপনা, ফুল ও সৃজনশীল সাজসজ্জায় বিভাগগুলো বর্ণিল করে তোলা হয়। নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল, কলম, কারিকুলামসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী। পরিচিতি ক্লাসে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন। এদিকে নবীনদের র‍্যাগিং করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর মতিহারের সবুজ চত্বর। বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, ইবলিশ চত্বর, টুকিটাকি চত্বর ও আমতলায় নতুন–পুরোনো শিক্ষার্থীদের আড্ডা বসেছে। হাতে ফুল নিয়ে নতুন বন্ধুদের সঙ্গে দল বেঁধে ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছেন অনেকে। প্যারিস রোডসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ও স্থাপনার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তাঁরা। নবীন শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও এসেছেন।

পরিচিতি ক্লাস শেষে মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে কথা হয় অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মোছা. তাসনিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নেবে, সত্যি ভাবিনি। ক্লাসের নতুন বন্ধু ও সিনিয়র ভাইয়েরা সবাই আন্তরিক। মনে হচ্ছে, আমি আজ এক নতুন পরিবার পেয়েছি।’

নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল, কলম, কারিকুলামসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী। পরিচিতি ক্লাসে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন

সম্পর্কিত নিবন্ধ