কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

মামলার আসামিরা হলেন- কবির হোসেনের ছেলে মো. আরিফ (২০) এবং সমাজ সর্দার রফিক আলম।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, আরিফ দীর্ঘদিন ধরে তার কিশোরী বাকপ্রতিবন্ধী মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। গত ১১ আগস্ট রাতে সবাই ঘুমিয়ে পড়লে আরিফ ঘরে প্রবেশ করে মেয়েকে ধর্ষণ করেন। চেঁচামেচিতে পরিবারের সদস্যরা ছুটে যান এবং আরিফকে হাতেনাতে আটক করেন। পরে সর্দার রফিক আলম বিচার করার আশ্বাস দিয়ে আরিফকে নিজের জিম্মায় নেন।

আরো পড়ুন:

চকরিয়ায় হত্যা মামলার আসামি গুলিতে নিহত

দুই সহযোগীসহ অনিন্দ্যের বিরুদ্ধে মামলা, রিমান্ড চাইবে পুলিশ

তিনি অভিযোগ করে বলেন, ‍“পরদিন সকালে রফিক আলম জানান, আরিফ পালিয়ে গেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে ধর্ষককে পালাতে সহায়তা করেছেন। আমার তিন মেয়ে বাকপ্রতিবন্ধী। আমি সঠিক বিচার চাই।”

অভিযুক্ত আরিফ টমটম চালক বলে জানা গেছে। তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। মোবাইলটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্দার রফিক আলম দাবি করেন, “দুই পক্ষের সম্মতিতে বৈঠক হয়েছিল। ভুক্তভোগীর পরিবার পরে তা মানেনি। আরিফকে আমার জিম্মায় ছাড়ানো হয়নি।”

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ২ শিক্ষক জেল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোপনে একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন করায় দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্ব পাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। শনিবার (১৬ আগষ্ট) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরো পড়ুন:

মধ্যরাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য, দুপুরে ভাঙচুর

শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ

জেল হাজতে যাওয়া ওই দুই শিক্ষক হলেন, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্ব গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০) এবং একই উপজেলার চর পাকুন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও ঝাউগার চর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরে (১৫ আগস্ট) উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব গ্রামে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারের দরজা বন্ধ করে ব্ল্যাক বোর্ডে ‘১৫ আগস্ট, ২০২৫ জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল’ লিখে খিচুরি রান্না করছিলেন বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি জানান, ওই দুই শিক্ষককে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ঢাকা/রুমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ২ শিক্ষক জেল