সরকারি প্রাইমারী স্কুলে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
Published: 13th, September 2025 GMT
সরকারি প্রাইমারী স্কুল থেকে গানের শিক্ষক নিয়োগ বাতিল এবং ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগরের সভাপতি গাজী আলতাফ হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আমির হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের এর প্রধান উপদেষ্টা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন নগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন মাহতাব, বন্দর থানার সেক্রেটারি মুহাম্মদ আবু জাফর স্যারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে গানের শিক্ষক নিয়োগ বাতিল এবং ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় যেকোনো কর্মসূচি নারায়ণগঞ্জে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে সকলের প্রতি আহবান জানানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে শয্যাসংকট দেখা দিয়েছে। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল ও শহরের মণ্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ও ডেঙ্গু ওয়ার্ডের শয্যার দ্বিগুণ রোগী ভর্তি আছেন। শয্যা না পাওয়ায় অনেকে করিডর ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।
শহরের নলুয়াপাড়া এলাকার মুদিদোকানি ইয়াকুব হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। শয্যা না পেয়ে হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। ইয়াকুবের স্ত্রী আছিয়া বেগম প্রথম আলোকে জানান, শয্যা না থাকায় মেঝেতে কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে।
সদর উপজেলার ফতুল্লার গেদ্দার বাজার এলাকার ডেঙ্গু রোগী সেলিম মিয়াও শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, চার দিন ধরে তাঁর জ্বর, মাথাব্যথা ও বমি হচ্ছে। নিরুপায় হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গরমের কারণে মেঝেতে থাকা কঠিন হয়ে পড়েছে।
সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের তুলনায় দ্বিগুণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শিবলী আক্তার। তাঁর ভাষ্য, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু রোগীরা আসছেন, তবে শহরের রোগীর সংখ্যাই বেশি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মুশিউর রহমান প্রথম আলোকে জানান, ডেঙ্গু পরিস্থিতি অন্য সময়ের তুলনায় খারাপ। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ওয়ার্ডগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড়