সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর অর্থপাচারে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাদের দুই ঘনিষ্ঠ সহযোগী। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ এবং আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল। 

আরো পড়ুন:

জুয়া, জালিয়াতি ও প্রতারণায় দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা

রাকসু-চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জবানবন্দি দেওয়ার তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘‘উৎপল পাল সাবেকমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ কেনা ও দেখভালের দায়িত্ব পালন করতেন। তিনি বাংলাদেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারের মূল এজেন্ট হিসেবে কাজ করেছেন। দুদক তাকে এই প্রক্রিয়ার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করেছে।’’ 

আব্দুল আজিজ সম্পর্কে এই আইনজীবী বলেন, ‘‘তিনি দেশে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছিলেন।’’ 

দুদক জানায়, দুই আসামিকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। এ সব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এ সব নথিতে রয়েছে, যা ট্যাক্স ফাইলে দেখানো হয়নি।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামান চৌধুরীর ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণও পেয়েছে দুদক। রবিবার (২১ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমানের আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেন। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী বিদেশে পালিয়ে রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, জাবেদের সহযোগী উৎপল পালের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র

এছাড়াও পড়ুন:

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: ২ সহযোগীর আদালতে জবানবন্দি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর অর্থপাচারে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাদের দুই ঘনিষ্ঠ সহযোগী। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ এবং আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল। 

আরো পড়ুন:

জুয়া, জালিয়াতি ও প্রতারণায় দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা

রাকসু-চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জবানবন্দি দেওয়ার তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘‘উৎপল পাল সাবেকমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ কেনা ও দেখভালের দায়িত্ব পালন করতেন। তিনি বাংলাদেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারের মূল এজেন্ট হিসেবে কাজ করেছেন। দুদক তাকে এই প্রক্রিয়ার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করেছে।’’ 

আব্দুল আজিজ সম্পর্কে এই আইনজীবী বলেন, ‘‘তিনি দেশে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছিলেন।’’ 

দুদক জানায়, দুই আসামিকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। এ সব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এ সব নথিতে রয়েছে, যা ট্যাক্স ফাইলে দেখানো হয়নি।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামান চৌধুরীর ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণও পেয়েছে দুদক। রবিবার (২১ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমানের আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেন। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী বিদেশে পালিয়ে রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, জাবেদের সহযোগী উৎপল পালের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ