রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, “প্রশাসনের সঙ্গে যারা আছেন, তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ, নির্বাচন কমিশন ও প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করতে হবে। এখানে কারো যদি দ্বিমত থাকে আগেই জানাবেন, আমরা সেখানে সেইভাবে ব্যবস্থা নেব।”

তিনি বলেন, “আপনারা যারা যতক্ষণ প্রশাসনে অংশ ততক্ষণ প্রশাসনের সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে, সেটার সময়ের ব্যবধানে কি হবে আমরা সবাই বুঝতে পারব।”

আরো পড়ুন:

রাকসু সম্পন্ন করতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত শিক্ষক পরিষদের

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা দিকে সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিক কর্মকর্তা ও পোলিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রশাসনে যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, “একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ এই নির্বাচন হবে। সবার সাহায্য সহযোগিতা আন্তরিকতা এটা নিয়েই নির্বাচন হবে। একটা ভালো নির্বাচনে কতগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো কিভাবে মিট আপ করবে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। অত্যন্ত ভালো একটা নির্বাচন কমিশন পেয়েছি আমরা।”

তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এক পাও পিছাইনি। সেই কন্ডিশনগুলা নিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে উতরাব, এগুলো নিয়ে নির্বাচন কমিশন চিন্তাভাবনা করছে। সবকিছু তারা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবে।”

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় এখন কি পরিস্থিতি বিরাজ করছে, সেটা আমরা সবাই জানি। এটা যে আদর্শ পরিবেশ, সেই কথা বলা যাবে না। বিভিন্ন হঠকারিতা বা যে ঘটনাগুলো ঘটেছে, সেটা অবশ্যই পরিবেশের উপর প্রভাব ফেলেছে। তবে প্রশাসনের তরফ থেকে আমরা একটা জায়গায় আছি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, তার পেছনে প্রশাসনের সমর্থন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট আমরা দেব।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার আর্থিক সহায়তা

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মো. আতিকুর রহমান, এনডিসি এস এম মান্না প্রমুখ। 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, ইতোপূর্বে জেলা প্রশাসনসহ পার্বত্য রাঙামাটি জেলার সর্বস্তরের জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছিল। আজ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ অনুদান এলো। এতে প্রতীয়মান হয়, সরকার ও দেশবাসী ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সর্বদা পাশে আছে। 

জেলা প্রশাসক ঋতুপর্ণার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি প্রধান উপদেষ্টার প্রতি রাঙামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা/শংকর/রফিক

সম্পর্কিত নিবন্ধ