ভারত ম্যাচ নিয়ে ‘বেশি চিন্তা’ করছে না বাংলাদেশ
Published: 23rd, September 2025 GMT
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের মাঝপথেই সংবাদমাধ্যমের অনুরোধে সাড়া দিলেন মেহেদী হাসান। কথা বলা শুরুর আগে তিনি জানালেন, নেটে ব্যাটিং করতে থাকা ব্যাটসম্যানদের শটে বল এলে যেন তাঁকে সতর্ক করা হয়। চার মিনিটের সংবাদ সম্মেলনেই তা এল দুবার। একবার দৌড়ে ছুটলেও এই অফ স্পিনিং অলরাউন্ডার আরেকবার দাঁড়িয়েই থাকলেন।
বাংলাদেশের পরের ম্যাচটা যাদের বিপক্ষে, বাড়তি সতর্ক না থেকে অবশ্য উপায়ও নেই। মেহেদী যদিও বলছেন, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে নাকি আলাদাভাবে দেখছেন না তাঁরা।
এবারের এশিয়া কাপেও গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরেও যাত্রাটা ভালো হয়েছে তাঁদের। কাল এই ভারতের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশও।
কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী বলেছেন, ‘বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।’
আরও পড়ুনভারত-পাকিস্তান: হাত মেলানো বন্ধ, হাই–হ্যালোও নেই, বন্ধুত্বও কি আছে২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে শুধু একটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে দিল্লিতে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচে এ জয় পায় তারা। পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ হলে একটা বাড়তি উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে।
শ্রীলঙ্কা ম্যাচে ২ উইকেট পেয়েছেন মেহেদী হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আকবরের শেষ ওভারে ৫ ছক্কা, হংকংয়ের কাছে হার বাংলাদেশের
ম্যাচের শেষ ৩ বলে স্বাগতিক হংকংয়ের দরকার ছিল ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর তিনটি বলেই ছক্কা মেরে দিলেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও।
লাগাতার ছক্কা হজমের মধ্যেই আকবর দিয়েছেন দুটি ওয়াইড। সব মিলিয়ে ম্যাচের শেষ ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান হজম করে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ।
সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসে এটি ছিল প্লেট পর্বের ফাইনাল। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১ উইকেটে।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে তোলে ১২০ রান।
অধিনায়ক আকবর ১৩ বলে উপহার দেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৭ ছক্কা ও ১ চারের ইনিসংটি শেষ হয় রানআউটে। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।
রান তাড়ায় হংকংকে একাই টেনেছেন আইজাজ খান। শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান ২১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরেছেন ১১টি, চার ৪টি।
১২ দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি—এমন চার দল নিয়ে হয়েছে প্লেট পর্ব। এই অংশে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে এবং হংকং আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশ হয়েছে প্লেট রানার্সআপ।
আর পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার কাপ পর্বে ফাইনালে উঠেছে পাকিস্তান ও কুয়েত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ৩ উইকেটে ১৩৫ রান তাড়া করতে নেমে কুয়েত ৩.৩ ওভারে তুলতে পেরেছে ৩ উইকেটে ৬৬।