দুবাইয়ের যানজটে আটকে ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট সংবাদ সম্মেলনে এলেন প্রায় মিনিট বিশেক পর। এরপর শুরু হওয়া সংবাদ সম্মেলনে ভারতের সাংবাদিকদের জিজ্ঞাসার কোথাও সেভাবে নেই বাংলাদেশ। ভারতের ক্রিকেটারদের নিয়ে কৌতূহল তাঁদের, এমনকি প্রশ্ন হলো পাকিস্তান ম্যাচ নিয়েও।

বাংলাদেশ ম্যাচটা নিয়ে কি তাহলে আগ্রহই নেই? এই প্রশ্নের উত্তর মেলানো কঠিন। তবে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নে টেন ডাসকাট জানালেন, সবার ক্ষেত্রে যে নীতি, সেটি নিয়েই তাঁরা মাঠে নামবেন বাংলাদেশের বিপক্ষেও।

আরও পড়ুনক্রিকেটের সবচেয়ে বিখ্যাত আম্পায়ার ডিকি বার্ড আর নেই৪ ঘণ্টা আগে

ডেসকাট বলেন, ‘আমাদের নীতি হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেয়ো না। এটা আসলে আমাদের প্রক্রিয়া ও কী অর্জন করতে চাচ্ছি, সেটির বিষয়। আমাদের সেরাটা খেলার দিকেই মনোযোগ থাকবে। পাকিস্তানের বিপক্ষে আমরা পুরোটা ভালো খেলতে পারিনি। ওই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নই।’

ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, হবে সরাসরি সম্প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা সাক্ষ্য প্রদান করবেন বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই সাক্ষ্য প্রদান সরাসরি সম্প্রচার করা হবে।

ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ভিডিও বার্তায় মঙ্গলবার সন্ধ্যায় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এসব তথ্য জানান।

গাজী মোনাওয়ার বলেন, বিশেষ তদন্ত কর্মকর্তা এ মামলা তদন্তের সময় শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। সাক্ষ্য দেওয়ার সময় সেসব ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হবে।

শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ