গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে মারা যায় সে।

মারা যাওয়া হফবজ মাতুব্বর একই গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।

আরো পড়ুন:

সাতক্ষীরায় ১৮ দিনে ৫ লাখের বেশি শিশু পাবে টাইফয়েড টিকা

টাঙ্গাইলে নদীতে নিখোঁজ ২ শিশুর ১ জনের লাশ উদ্ধার

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

কামাল হোসেন জানান, হাফবজ মাতুব্বর কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

ঢাকা/বাদল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ত ব বর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ