আমার ও বর্ষার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ভিত্তিহীন: অনন্ত জলিল
Published: 25th, September 2025 GMT
সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। তবে তাদের দাবি—এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনন্ত জলিল বলেন, “আমার ও বর্ষার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের চরিত্র হননের জন্যই এসব করা হচ্ছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, মানহানির মামলা করব।”
আরো পড়ুন:
কাঁদলেন, কাঁদালেন এফডিসির খোরশেদ
শাহরুখ পুত্রের ওয়েব সিরিজ: সেই ওয়াংখেড়ের মামলা
গত ২০ আগস্ট রাব্বি টেক্সটাইল নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া মামলা দায়ের করেন। মামলার আসামির তালিকায় রয়েছেন— এ জে আই গ্রুপের এমডি অনন্ত জলিল, তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা, এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় ডেলিভারি নেন আকরাম, মুনির ও কামরুল। তবে নির্ধারিত এলসি না খুলে বারবার টালবাহানা করতে থাকেন তারা।
এমনকি, অভিযোগকারীর দাবি—এ জে আই গ্রুপের নির্দেশে ডেলিভারির মূল চালান কৌশলে আটকে রাখা হয়, আর তাদের লোকজন অফিসে প্রবেশেও বাধা দেয় ও হুমকি প্রদান করে। ওই কাপড়ের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা (৮ হাজার ডলার)।
মামলার খবর ছড়িয়ে পড়ার পরই অনন্ত-বর্ষা দম্পতি এটিকে ‘অমূলক’ আখ্যা দিয়েছেন। তাদের মতে—এই মামলা শুধু তাদের ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে। তাই তারা অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ