এত মিল কীভাবে হয়: চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য কাকতাল
Published: 26th, September 2025 GMT
কাকতাল শব্দটার মানে বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না!
১৮ সেপ্টেম্বরের ঘটনা। ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক হলো রদ্রিগো উয়েসকাসের। ঘটনাক্রমে সেদিন ছিল আবার মেক্সিকান খেলোয়াড়ের জন্মদিন। ২০০৩ সালে জন্মগ্রহণ করা সেই উয়েসকাস সেদিন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে সতীর্থদের দিয়ে ১টি গোল করিয়ে (অ্যাসিস্ট) ইতিহাস গড়েন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের জন্মদিনে অ্যাসিস্ট করার কীর্তি গড়েন ২২ বছর বয়সী এই ফুটবলার। উইঙ্গার ও রাইটব্যাক—দুই পজিশনেই খেলতে অভ্যস্ত উয়েসকাস সেদিন খেলেছিলেন রাইটব্যাক হিসেবে।
জন্মদিনে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড়ের নাম লুইস হল্টবি। মজার ব্যাপার, জার্মানির হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডারের জন্মদিনও ১৮ সেপ্টেম্বর, আর উয়েসকাসের মতো হল্টবির চ্যাম্পিয়নস লিগ অভিষেকও ২২তম জন্মদিনে। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেন জার্মান ক্লাব শালকের এই মিডফিল্ডার।
অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে জার্মানির জার্সিতে লুইস হল্টবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ