বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’’

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার তেগুড়িয়ায় নিজ বাড়িতে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: মেজর হাফিজ

‘দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত’

নিপুণ রায় বলেন, ‘‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো অপশক্তি টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। আজ মানুষ মন খুলে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। গত ১৫ বছর দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল হাসিনা।’’

তিনি আরো বলেন, ‘‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই উৎসবের আমেজে মেতে উঠেছে।’’

এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ