সংস্থার দেওয়া ঠিকানায় চা-বিস্কুটের দোকান, কার্যালয় অন্য জায়গায়
Published: 1st, October 2025 GMT
জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইয়ুথ ইনিশিয়েটিভ ফর সোসিও ইকোনমিক অ্যাকটিভিটি (ইসিয়া)। সংস্থাটির ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার ধামরাই উপজেলার বাসনা গ্রামে। তবে ওই গ্রামে গিয়ে সংস্থাটির খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, ১০ থেকে ১৫ বছর আগে বাসনা এলাকায় একটি টিনশেডের মার্কেটে সংস্থাটির কার্যক্রম চলত। তাদের দেওয়া তথ্য অনুসারে সেখানে গিয়ে পাওয়া যায় চা ও বিস্কুটের দোকান। তবে উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডে সংস্থাটি কার্যালয় রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশন (ইসি) গত শনিবার ৭৩টি সংস্থার তালিকা প্রকাশ করে। পত্রিকায় প্রকাশিত ইসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সংস্থা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে (২০ অক্টোবর) লিখিতভাবে জানাতে হবে। এরপর শুনানি করে কমিশন সিদ্ধান্ত নেবে যে এসব প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে তালিকাভুক্ত করা হবে কি না।
সোমবার বিকেলে ধামরাই উপজেলার বাসনা এলাকায় গিয়ে ইসিয়ার বিষয়ে খোঁজ নেন এই প্রতিবেদক। স্থানীয় কয়েকজন জানান, বাসনা বাসস্ট্যান্ডের একটি মার্কেটে সংস্থাটির কার্যালয় ছিল। ওই মার্কেটে গিয়ে দেখা যায়, পাকা দেয়ালের টিনশেডের মার্কেটটির একটি অংশে চায়ের দোকান। অপর অংশের শাটার বন্ধ।
আরও পড়ুনসংস্থার কার্যালয় পরিত্যক্ত, ঝোপঝাড়ে ঘেরা টিনশেডে ভিমরুলের চাক৩০ সেপ্টেম্বর ২০২৫ওই মার্কেটের পাশে চায়ের দোকানি বেলায়েত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বন্ধ থাকা দোকানটিতে বেকারির বিস্কুট বিক্রি করা হয়। পাশে চায়ের দোকান। ১০ থেকে ১৫ বছর আগে সেখানে ইসিয়ার কার্যালয় ছিল।
বেলায়েত জানান, সংস্থাটি ঋণ দিত, টয়লেটের সামগ্রী দিত। ১০ থেকে ১৫ বছর আগে কিছুদিনের জন্য একই এলাকায় সংস্থার কার্যালয় সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে সংস্থাটি সরে যায়। এরপর বাসনা এলাকায় আর কার্যক্রম দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় বলেন, ‘বহু বছর ধরে বাসনা এলাকায় ওই সংস্থার কোনো কার্যক্রম দেখছি না। এখন যেখানে চা ও বিস্কুট বিক্রির দোকান, ওই খানেই তাদের কার্যালয় ছিল।’
আরও পড়ুনদেশীয় ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তি২৭ সেপ্টেম্বর ২০২৫মুঠোফোনে যোগাযোগ করা হলে ইসিয়ার নির্বাহী পরিচালক আবদুল আজীজ প্রথম আলোকে বলেন, সংস্থাটি রেজিস্ট্রেশনের সময় যে ঠিকানা দেওয়া ছিল, সেই ঠিকানা হিসেবে ইসিতে বাসনা এলাকার কথা বলা হয়েছে। এখন উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডে সংস্থার কার্যালয় রয়েছে। প্রায় আট বছর ধরে সেখান থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত সংস্থাটির মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নানা উন্নয়নমূলককাজ করা হয়। ঢাকার সাভার, মানিকগঞ্জসহ তিনটি জেলায় সংস্থাটির পাঁচটি শাখা রয়েছে। এর আগে নির্বাচন পর্যবেক্ষণে সংস্থাটি কোনো দায়িত্ব পালন করেনি।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাথুলি বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে আতাব আলীর পাকা দেয়ালের তিন কক্ষের টিনশেডের বাড়িতে ইসিয়ার কার্যালয় পাওয়া যায়। বাড়ির এক পাশের দেয়ালে সংস্থার সাইনবোর্ড দেখতে পাওয়া যায়।
এ কার্যালয়ে বর্তমানে পাঁচজন কর্মকর্তা কাজ করেন বলেন জানান শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা। তিনি বলেন, সংস্থাটির সাত সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ আছে। ২০১৭ সালে বাসনা এলাকা থেকে বাথুলি এলাকায় কার্যালয়টি সরিয়ে আনা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।