ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির জানিয়েছেন, গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের দেশে ফেরত পাঠানো ভুল, বরং তাদের কয়েক মাসের জন্য জেলে পাঠানো উচিত। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

বেন গভির বলেছেন, “আমি মনে করি তাদের সন্ত্রাসী শাখার গন্ধে অভ্যস্ত হওয়ার জন্য কয়েক মাস ইসরায়েলি কারাগারে রাখা উচিত।”

তিনি বলেছেন, অধিকারকর্মীদের দেশে ফিরিয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের ‘বারবার ফিরে আসতে’ উৎসাহিত করছেন।

এর আগেও বেন গভির আটক ফ্লোটিলা কর্মীদের প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন। ফ্লোটিলা কর্মীরা ইসরায়েলের আশদোদ বন্দরের মাটিতে বসে থাকা অবস্থায় তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন অতি-ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। শুক্রবার এই নৌবহরে থাকা সর্বশেষ জাহাজটির কর্মীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ম দ র ইসর য় ল মন ত র ইসর য

এছাড়াও পড়ুন:

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।’

সম্পর্কিত নিবন্ধ