কাকে বিয়ে করছেন আল্লু অর্জুনের ভাই?
Published: 4th, October 2025 GMT
ভারতীয় সিনেমার প্রযোজক ও তেলেগু সিনেমার পরিবেশক আল্লু অরবিন্দ। তার দুই পুত্রের নাম—আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। দুজনেই চলচ্চিত্রাভিনেতা। অভিনয় ক্যারিয়ারে আল্লু অর্জুন অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। আল্লু সিরিশও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। তবে বড় ভাই আল্লু অর্জুনের মতো নিজের শক্ত জায়গা গড়ে নিতে পারেননি।
আল্লু অর্জুন বেশ আগে স্নেহা রেড্ডির সঙ্গে সংসার বেঁধেছেন। এবার বড় ভাইয়ের পথ অনুসরণ করে সংসারী হতে যাচ্ছেন আল্লু সিরিশ। এ অভিনেতা অনেক দিন ধরে নয়নিকার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। সেই প্রেম পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছেন।
আগামী ৩১ অক্টোবর, আনুষ্ঠানিকভাবে এ জুটি বাগদান সারতে যাচ্ছেন। এ খবর জানানোর পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন আল্লু সিরিশ। তারপর থেকে আল্লু অর্জুনের প্রেমিকা নয়নিকাকে নিয়ে কৌতূহল প্রকাশ করছেন নেটিজেনরা।
গ্রেটঅন্ধ্র এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে প্রভাবশালী একটি ব্যবসায়ীক পরিবারে জন্মগ্রহণ করেন নয়নিকা। এ শহরেই তার বেড়ে ওঠা। তবে শোবিজ অঙ্গনের সঙ্গে তার কোনো যোগ নেই। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “নয়নিকার বাবা রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত।”
কমন ফ্রেন্ডদের মাধ্যমে নয়নিকা ও আল্লু সিরিশের পরিচয়। গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এবার সেই প্রেম পরিণয় পেতে যাচ্ছে। তবে এখনো নয়নিকার কোনো ছবি প্রকাশ করেননি আল্লু সিরিশ।
নব্বই দশকের শুরুতে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আল্লু সিরিশ। ২০১৩ সালে তামিল ভাষার ‘গৌরবাম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তেলেগু, মালায়ালাম ভাষার আরো ৯টি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাডি’। গত বছর মুক্তি পায় এটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন আল ল অর জ ন নয়ন ক
এছাড়াও পড়ুন:
জুবিনের ময়নাতদন্ত প্রতিবেদন পাঠাল সিঙ্গাপুর
গত বৃহস্পতিবার শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়েই পানিতে ডুবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। গতকাল শুক্রবার সেই গুঞ্জনের সত্যতা মিলল। সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন তিনি।
সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার ওপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলে। প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।
জুবিন গার্গ