কাকে বিয়ে করছেন আল্লু অর্জুনের ভাই?
Published: 4th, October 2025 GMT
ভারতীয় সিনেমার প্রযোজক ও তেলেগু সিনেমার পরিবেশক আল্লু অরবিন্দ। তার দুই পুত্রের নাম—আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। দুজনেই চলচ্চিত্রাভিনেতা। অভিনয় ক্যারিয়ারে আল্লু অর্জুন অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। আল্লু সিরিশও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। তবে বড় ভাই আল্লু অর্জুনের মতো নিজের শক্ত জায়গা গড়ে নিতে পারেননি।
আল্লু অর্জুন বেশ আগে স্নেহা রেড্ডির সঙ্গে সংসার বেঁধেছেন। এবার বড় ভাইয়ের পথ অনুসরণ করে সংসারী হতে যাচ্ছেন আল্লু সিরিশ। এ অভিনেতা অনেক দিন ধরে নয়নিকার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। সেই প্রেম পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছেন।
আগামী ৩১ অক্টোবর, আনুষ্ঠানিকভাবে এ জুটি বাগদান সারতে যাচ্ছেন। এ খবর জানানোর পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন আল্লু সিরিশ। তারপর থেকে আল্লু অর্জুনের প্রেমিকা নয়নিকাকে নিয়ে কৌতূহল প্রকাশ করছেন নেটিজেনরা।
গ্রেটঅন্ধ্র এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে প্রভাবশালী একটি ব্যবসায়ীক পরিবারে জন্মগ্রহণ করেন নয়নিকা। এ শহরেই তার বেড়ে ওঠা। তবে শোবিজ অঙ্গনের সঙ্গে তার কোনো যোগ নেই। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “নয়নিকার বাবা রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত।”
কমন ফ্রেন্ডদের মাধ্যমে নয়নিকা ও আল্লু সিরিশের পরিচয়। গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এবার সেই প্রেম পরিণয় পেতে যাচ্ছে। তবে এখনো নয়নিকার কোনো ছবি প্রকাশ করেননি আল্লু সিরিশ।
নব্বই দশকের শুরুতে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আল্লু সিরিশ। ২০১৩ সালে তামিল ভাষার ‘গৌরবাম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তেলেগু, মালায়ালাম ভাষার আরো ৯টি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাডি’। গত বছর মুক্তি পায় এটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন আল ল অর জ ন নয়ন ক
এছাড়াও পড়ুন:
তথ্য প্রকাশের সততা টিকিয়ে রেখেছে প্রথম আলোকে
তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রথম আলো। অনেকের কাছে পছন্দ না হলেও তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতার কারণে তাদের তা গ্রহণ করতে হয়। তথ্য প্রকাশের ক্ষেত্রে এ সততাই টিকিয়ে রেখেছে প্রথম আলোকে। এসেছে আন্তর্জাতিক অর্জন। এ কারণে ভবিষ্যতেও প্রথম আলো টিকে থাকবে।
বান্দরবানে আজ বুধবার বিকেলে প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে আসা নানা শ্রেণি-পেশার মানুষ প্রথম আলো সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন, দেন নানা পরামর্শ। সুধী সমাবেশের অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বান্দরবান জেলা শহরের আরণ্য হোটেল ও গ্রিনল্যান্ড আবাসিক হোটেল।
বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, লেখক, সাংস্কৃতিক কর্মী, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের লোকজন, নারী অধিকারকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সুধীজনদের নিয়ে কাটা হয় কেক