মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। এরপরপরই ইসরায়েল সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিও এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান নিউজ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

আরো পড়ুন:

ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের সাড়া নিয়ে কী বললেন বিশ্বনেতারা

ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস যা বলল 

আর্মি রেডিও জানিয়েছে, সরকারের আদেশে গাজায় সামরিক অভিযান ‘ন্যূনতম’ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় স্থলভাগে সেনারা কেবল কঠোরভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নিদের্শ জারি করা হয়েছে। 

ইসরায়েলি সেনাদের প্রতি এই নির্দেশ এসেছে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বন্দি মুক্তি ও যুদ্ধবিরতি প্রক্রিয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে। আর্মি রেডিও জানিয়েছে, গাজা শহর দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্দেশের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করা। 

কান নিউজ জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনা নিয়ে শিগগির আলোচনা শুরু হবে। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি।

শনিবার (৪ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের ২৩ কোটি ১৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৪ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ২২ কোটি ৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৮ কোটি ১৪ লাখ টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৯ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১২ কোটি ৩৫ লাখ টাকা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ১২ কোটি ৩১ লাখ টাকা. সিমটেক্সের ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং কে অ্যান্ড কিউয়ের ১১ কোটি ৯৩ লাখ টাকা।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ