মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। এরপরপরই ইসরায়েল সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিও এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান নিউজ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

আরো পড়ুন:

ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের সাড়া নিয়ে কী বললেন বিশ্বনেতারা

ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস যা বলল 

আর্মি রেডিও জানিয়েছে, সরকারের আদেশে গাজায় সামরিক অভিযান ‘ন্যূনতম’ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় স্থলভাগে সেনারা কেবল কঠোরভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নিদের্শ জারি করা হয়েছে। 

ইসরায়েলি সেনাদের প্রতি এই নির্দেশ এসেছে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বন্দি মুক্তি ও যুদ্ধবিরতি প্রক্রিয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে। আর্মি রেডিও জানিয়েছে, গাজা শহর দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্দেশের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করা। 

কান নিউজ জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনা নিয়ে শিগগির আলোচনা শুরু হবে। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।’

সম্পর্কিত নিবন্ধ