তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কখন হয়
Published: 5th, October 2025 GMT
ইসলামে তাহাজ্জুদ নামাজ এমন এক ইবাদত, যা আল্লাহর নিকটত্ব লাভের বিশেষ মাধ্যম। তাহাজ্জুদ নামাজ ফরজ নয়, তবে আল্লাহর প্রিয় বান্দারা নিয়মিত এই নামাজ আদায় করতেন।
তাহাজ্জুদ এমন এক সময়ের নামাজ, যখন দুনিয়া থাকে নিস্তব্ধ, আর মুমিন আল্লাহর সঙ্গে একান্তে কথা বলেন। এই নামাজের সময়, ফজিলত ও আদব কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
কোরআনে তাহাজ্জুদের গুরুত্ব“তাহাজ্জুদ” শব্দটি এসেছে আরবি “হুজুদ” মূল থেকে, যার অর্থ ঘুম থেকে জেগে ওঠা। অর্থাৎ, তাহাজ্জুদ নামাজ হলো সেই নামাজ, যা মানুষ ঘুমানোর পর আল্লাহর ইবাদতের জন্য জেগে উঠে পড়ে।
তাদের পার্শ্ব বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে, তারা তাদের প্রতিপালককে ভয় ও আশা নিয়ে ডাকে।সুরা সাজদা, আয়াত: ১৬আল্লাহ তাআলা বলেন, “রাতের একাংশে জেগে তোমার জন্য বিশেষ ইবাদত করো; এতে তোমার প্রভু তোমাকে প্রশংসিত এক স্থানে (মাকাম মাহমুদ) প্রতিষ্ঠিত করবেন।” (সুরা ইসরা, আয়াত: ৭৯)
আরেক স্থানে বলেন, “তাদের পার্শ্ব বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে, তারা তাদের প্রতিপালককে ভয় ও আশা নিয়ে ডাকে।” (সুরা সাজদা, আয়াত: ১৬)
ইবনে কাসির এ আয়াতের তাফসিরে বলেন, এখানে “বিছানা থেকে বিচ্ছিন্ন থাকা” দ্বারা বোঝানো হয়েছে—রাতের গভীরে ঘুম ত্যাগ করে নামাজ পড়া। (তাফসিরুল কুরআনিল আজিম, ৩/৪৭৮, দারুস সালাম, ১৯৯৯)
আরও পড়ুনতাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত২৮ জুন ২০২৫তাহাজ্জুদের সঠিক সময়তাহাজ্জুদের সময় ইশার নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত। তবে সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হলো রাতের শেষ তৃতীয় অংশ।
রাসুল (সা.
রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হওয়ার বিষয়টি হাদিসে একাধিকবার উল্লেখ আছে।
ইমাম নববী বলেন, “এই সময়ে আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়, কারণ এ সময় দুনিয়ার ব্যস্ততা কম এবং হৃদয় সবচেয়ে বেশি একাগ্র থাকে।” (নববী, শারহ সহিহ মুসলিম, ৬/৩৬, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৫)
আমাদের প্রতিপালক প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তখন পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন: কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব?সহিহ বুখারি, হাদিস: ১১৪৫আরও পড়ুনতাহাজ্জুদ নামাজের যে উপকার০৭ ডিসেম্বর ২০২৪কীভাবে হিসাব করবেন “শেষ তৃতীয়াংশ”ধরা যাক, মাগরিবের পর ইশা শেষ হলো রাত ৯টায়, আর ফজরের আজান হয় ভোর ৫টায়।
মোট রাত = ৮ ঘণ্টা।
শেষ তৃতীয়াংশ হবে = শেষ ৮ ÷ ৩ = প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট।
অর্থাৎ, তাহাজ্জুদের সর্বোত্তম সময় হবে রাত ২:২০ থেকে ফজরের আজান পর্যন্ত।
সঠিক সময়ে তাহাজ্জুদ আদায় করতে হলে রাতে আগেভাগে ঘুমানো উচিত যেন শেষ রাতে জাগা যায়। রাসুল (সা.) ইশার নামাজের পর কথাবার্তা বলাও পছন্দ করতেন না।
তাহাজ্জুদ এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। এটি ইমানকে শক্ত করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ বয়ে আনে।
এই নামাজ শুধু আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য নয়, বরং যে কেউ নিয়মিতভাবে তাহাজ্জুদ আদায় শুরু করতে পারে—যদি সে আল্লাহর নৈকট্য চায়, মনের শান্তি চায়, আর চায় নিজের জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেতে।
আরও পড়ুনকাজা নামাজ আদায়ের নিয়ম১২ সেপ্টেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: সবচ য়
এছাড়াও পড়ুন:
দুই ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন ইটভাটার মালিক-শ্রমিকরা
ইটভাটার মালিক ও শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টার কিছু সময় আগে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা।
মহাসড়ক অবরোধ প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া।
তিনি সাংবাদিকদের বলেছেন, মহাসড়ক এখন ক্লিয়ার। বিক্ষোভকারীদের সাথে আমরা কথা বলেছি, তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের লোকজনও আসবেন।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখার ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ইটভাটার মালিকরা বলেছেন, ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের লেবারদের টাকা দেওয়া হয়েছে, মাটি সংগ্রহ করা হয়েছে; ২০২৬ সালের পর সরকার যদি বাধা দেয়, আমরা আর চালাবো না।
তারা আরো বলেন, গত বছর আদালতের নির্দেশনার পর যখন অভিযান শুরু হয়, তখন আদালত বলেছিলেন, যারা বৈধ আছেন, তারা থাকেন। গত বছরই যদি সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হতো, তাহলে এ বছর আমরা বিনিয়োগ করতাম না, আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। ঢাকার পরিবেশ আমরা দূষিত করতে চাই না। কিন্তু, এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এছাড়া, আদালত থেকে আমরা আমাদের পক্ষে রায়ও নিয়ে এসেছি, সেটিও মানা হচ্ছে না।
ঢাকা/সাব্বির/রফিক