ফিলিস্তিনের গাজা অভিমুখী ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম ও তার সহযাত্রীদের অবস্থান এবং গাজায় পৌঁছানোর সময়সীমা নিয়ে প্রশ্ন বাড়ছে। অনেকেই জানতে চাইছেন—‘আপনারা এখন কোথায়?’ ‘আর কতক্ষণ সময় লাগবে?’ প্রথম প্রশ্নের জবাবে শহিদুল আলম জানিয়েছেন, যাত্রার সঠিক অবস্থান জানতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ওয়েবসাইটের ট্র্যাকার ব্যবহার করা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। ফরেনসিক আর্কিটেকচার, যারা আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী চলচ্চিত্র নির্মাণ করেছিল, তারা ফ্লোটিলার অংশীদার হিসেবে ‘কনশানস’ ও ‘থাউজ্যান্ড ম্যাডলিন’ নৌবহরের গতিপথ এই সাইটে (https://globalsumudflotilla.

org/tracker/) পর্যবেক্ষণ করছে।

দ্বিতীয় প্রশ্নের জবাবে শহিদুল আলম জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) প্রতিক্রিয়ার ওপর। তবে, আগের অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে, তারা ফ্লোটিলাকে গাজায় ঢুকতে দেবে না। বরং অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করে হয়ত ফেরত পাঠানো হবে অথবা কারাগারে পাঠানো হতে পারে। কোথায় এবং কখন সেটি ঘটবে, তা আগেভাগে বলা অসম্ভব।

শহিদুল আলম বলেছেন, “এটি আমাদের হাতে নেই। এ কারণেই আপনাদের সাহায্য প্রয়োজন। যদি বিশ্বব্যাপী মানুষ মাঠে নেমে চাপ তৈরি করতে পারেন, তবে হয়তো আমাদের পক্ষে গাজায় পৌঁছানো সম্ভব হবে। এই প্রচেষ্টা কেবল অংশগ্রহণকারীদের নয়, বরং এটি অধিকার ও ন্যায়বিচারের লড়াই। তাই সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে—সংগঠিত হোন, প্রতিরোধ গড়ে তুলুন, পদক্ষেপ নিন।”

ড. শহিদুল আলম রবিবার (৫ অক্টোবর) ফেসবুকে এ দুই প্রশ্নে উত্তর দেন। সেখানে তিনি আরও লেখেন, আজ সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি সংহতি বার্তা পেয়ে আমি আনন্দিত। তিনি দেশবাসীসহ বিশ্বব্যাপী বন্ধু ও শুভানুধ্যায়ীদের একাত্মতার বার্তা পাঠিয়েছেন।

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তরুণদের জন্য গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ ২০২৫: স্নাতকে করুন আবেদন

আজকের তরুণেরাই আগামী দিনের নেতৃত্বের মুখ। সেই নেতৃত্বকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তুলতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সেন্ট গ্যালেন সিম্পোজিয়াম যৌথভাবে আয়োজন করছে ‘গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ ২০২৫’। আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ তরুণ নেতা অংশ নেবেন। আবেদন গ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে।

আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা২ ঘণ্টা আগেবৈচিত্র্যময় নেতৃত্বের প্ল্যাটফর্ম

এই কর্মসূচির মূল লক্ষ্য তরুণদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা বাড়ানো। স্নাতকোত্তর শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অনলাইনে অংশ নিতে পারবেন। নেতৃত্বের বিকাশ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এটি তরুণদের জন্য এক অনন্য সুযোগ।

আরও পড়ুনহাঙ্গেরিতে স্কলারশিপ, পড়াশোনা ইংরেজিতে হলে আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই ০৪ অক্টোবর ২০২৫অংশগ্রহণকারীদের সুযোগ-সুবিধা

সক্রিয়ভাবে অংশগ্রহণকারীরা পাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সেন্ট গ্যালেন সিম্পোজিয়ামের যৌথ সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট। বিজয়ী দলকে ২০২৬ সালের মে মাসে সুইজারল্যান্ডে আয়োজিত ৫৫তম সেন্ট গ্যালেন সিম্পোজিয়ামে ‘লিডারস অব টুমরো’ হিসেবে আমন্ত্রণ জানানো হবে। ভ্রমণ ও থাকা-খাওয়ার সব খরচ বহন করবেন আয়োজকেরা।

এ ছাড়া থাকবে নেতৃত্ব প্রশিক্ষণ, মেন্টরশিপ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক (এসডিজি) প্রকল্পে কাজ করার সুযোগ। অংশগ্রহণকারীরা চাইলে পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অক্সফোর্ড ক্যারেক্টার প্রজেক্ট’-এর অধীন বাড়তি প্রশিক্ষণও নিতে পারবেন।

আরও পড়ুনবিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষকের নেই উচ্চতর ডিগ্রি২২ ঘণ্টা আগেকর্মসূচির সময়সূচি ও আলোচ্য বিষয় আবেদন করতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে নভেম্বরের মাঝামাঝি

সম্পর্কিত নিবন্ধ

  • তরুণদের জন্য গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ ২০২৫: স্নাতকে করুন আবেদন
  • যুক্তরাষ্ট্রের অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চান: সমীক্ষা
  • সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল
  • ‘বিএনপি সরকার গঠন করলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে কাজ করবে’