২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এম আলম গ্রুপ কর্তৃক অনিয়মিত নিয়োগ, অর্থ লুটপাট ও দুর্নীতির অভিযোগে দায়ীদের শাস্তির দাবিতে আড়াইহাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আড়াইহাজার বাজারে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন শফি উদ্দিন মোল্লা, নুরুল আমিন, আরিফুল ইসলাম খোকা ও  মেহেদী হাসান অর্ণব প্রমুখ। মানববন্ধে কয়েকশ গ্রাহক অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক এক সময় দেশের ব্যাংকিং খাতে আস্থা ও নৈতিকতার প্রতীক ছিল। কিন্তু কিছু অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ নিয়োগের কারণে ব্যাংকের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ কর্তৃক বিভিন্ন পর্যায়ে অযোগ্য ও অনভিজ্ঞ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়ায় ব্যাংকের আর্থিক কাঠামো ভেঙে পড়েছে এবং সাধারণ গ্রাহকদের আমানত ঝুঁকির মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

একই সঙ্গে এস আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত হাজার কোটি টাকা রাষ্ট্রীয় উদ্যোগে ফেরত আনা এবং সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ দিয়ে দায়-দেনা সমন্বয়ের দাবি জানান তারা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সরকারি চাকরির নিয়োগে অস্থিরতা: চার মাসে চাকরিপ্রত্যাশীদের যত আন্দোলন

বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া যেন যুদ্ধজয়ের সমান। আর চাকরিপ্রত্যাশীদের আন্দোলন এখন নিত্যদিনের দৃশ্য। স্মারকলিপি, অবস্থান কর্মসূচি, মানববন্ধন, অনশন থেকে শুরু করে সড়ক ও রেলপথ অবরোধ—দাবি আদায়ে কর্মসূচির ধরনও বহুবিধ। চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ নিয়ে নানামুখী আন্দোলন হয়েছে। এর মধ্যে কিছু সমাপ্ত হলেও অনেক আন্দোলন এখনো চলমান বা সাময়িকভাবে স্থগিত রয়েছে।

৪৩তম বিসিএস: নন-ক্যাডার প্রার্থীদের অনশন

নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী, ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশ করা হয়। নিয়োগ জটিলতা এবং কমসংখ্যক সুপারিশের কারণে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নন-ক্যাডার প্রার্থীরা। আগস্ট-সেপ্টেম্বরে তাঁরা ‘বিসিএস চাকরিপ্রত্যাশী প্রার্থীবৃন্দ’ ব্যানারে প্রায় ১০ দিন অনশন চালান। এর আগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা। দীর্ঘ আন্দোলনেও সমাধান না মেলায়, এখন আদালতের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থীরা।

আজ রোববারের মধ্যে ৪৪তম বিসিএসের ফলাফল–সংক্রান্ত ফাইল জনপ্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে মানববন্ধন করেন ৪৪তম বিসিএসে সুপারিশ পাওয়া ক্যাডাররা

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি চাকরির নিয়োগে অস্থিরতা: চার মাসে চাকরিপ্রত্যাশীদের যত আন্দোলন
  • খুলনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ, সিন্ডিকেট রুখতে ঐক্যবদ্ধ
  • মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৪
  • জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে সড়ক অবরোধে ছিলেন নারীরাও
  • ৪৪তম বিসিএস: দ্রুত নিয়োগের দাবিতে সুপারিশ পাওয়া ক্যাডারদের মানববন্ধন
  • আট আসনে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন
  • কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী চেয়ে দীর্ঘ মানববন্ধন
  • সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন
  • বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে সংসদের সামনে মানববন্ধন
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন