ফেসবুকে পোস্ট দেওয়ায় সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ২
Published: 7th, October 2025 GMT
ফেসবুকে দেওয়া একটি সচেতনতামূলক পোস্টকে কেন্দ্র করে বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দিনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে আদালতে সোপর্দ করার পর তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো.
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাশ বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থানরত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরো বলেন, “আসামিরা জানিয়েছে, সাংবাদিক হায়াত উদ্দিন তার ফেসবুক আইডিতে একটি সচেতনতামূলক পোস্ট দেন। ওই পোস্টের বিষয়বস্তু নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মোটরসাইকেলে করে চাপাতি, রামদা, ছুরি, লোহার রড ও হাতুড়ি দিয়ে হায়াত উদ্দিনের মাথা, ঘাড়, পাঁজর, পেট ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় রবিবার বাগেরহাট সদর মডেল থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক হায়াতের মা হাসিনা বেগম।
ঢাকা/শহিদুল/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিনি কৃষক, বই পড়েন, গানও লেখেন
সিলেবাসের বাইরের পড়ালেখার জগৎ বেশি বিস্তৃত, স্কুলজীবনে এমন অনুধাবন হয়েছিল সোহরাব আলীর। তাই প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরের বই পড়া শুরু করেছিলেন। এখন তাঁর বয়স ৭২ বছর। তাঁর পড়াশোনার উপজীব্য হয়ে উঠেছে বিশ্বসাহিত্য, দর্শন ও ইতিহাস। কৃষক হয়েই সারা জীবন একটি শোষণহীন সমাজের চিন্তায় জীবন কাটিয়ে দিয়েছেন। আর কৃষক-শ্রমিকদের জন্য লিখে চলেছেন গণসংগীত।
কৃষক সোহরাব আলীর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর (জমসেরপুর) গ্রামে। ইতিহাস-দর্শনের মোটা মোটা সব বই কিনে শুধু তিনি নিজেই পড়েন না, অন্য কৃষকদেরও পড়তে দেন। এমনকি যে কৃষক কোনো দিন স্কুলে যাননি, তাঁকেও তিনি পাঠক বানিয়েছেন। তাঁর লক্ষ্য কৃষকদের সত্যিকারের শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা।
এ পর্যন্ত অর্ধশতাধিক গণসংগীত লিখেছেন কৃষক সোহরাব আলী। ‘কাস্তে হাতুড়ি আর গাঁইতি হাতে, দল বেঁধে ছুটি একই সাথে/ সিফটিং ভেঙে মোরা গড়ি ইমারত, আমাদের নালিশের নেই আদালত’—সোহরাব আলীর লেখা এমন অসংখ্য গণসংগীত নানা অনুষ্ঠানে পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
গানের কথা ও সুর সম্পূর্ণ নতুন। এর সূত্র খুঁজতে গিয়েই পাওয়া গেল সোহরাব আলীকে। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ও স্কুলশিক্ষক আতাউর রহমানও সোহরাব আলীর গান গাইলেন, ‘বারবার আসে প্লাবন খেয়ে যায় সোনার ধান, পানির দামে বেচাকেনা হয়, নারীর সতীত্ব শ্রমিকের ঘাম...’ছেঁড়া কাগজে লিখেছেন গান
মাদারীপুর গ্রামে গত বছর নবান্ন উৎসবে সোহরাব আলীর সঙ্গে পরিচয় হয়। সেই অনুষ্ঠানে অতিথিদের বটপাতায় পায়েস পরিবেশন করা হয়। খাওয়ার জন্য দেওয়া হয় তালপাতার চামচ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী রেজাউল ইসলাম (বাবু) গাইলেন গণসংগীত, ‘কাজ করে খেতে চাই, লাঞ্ছনা কেন পাই, জবাব দিবে কি গো বিশ্ববাসী॥ শ্রমজীবী মানুষের অন্ন কেড়ে, কলকারখানাগুলো উঠছে বেড়ে, শ্রমিকের আছে শুধু মাংসপেশি॥’
গানের কথা ও সুর সম্পূর্ণ নতুন। এর সূত্র খুঁজতে গিয়েই পাওয়া গেল সোহরাব আলীকে। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ও স্কুলশিক্ষক আতাউর রহমানও সোহরাব আলীর গান গাইলেন, ‘বারবার আসে প্লাবন খেয়ে যায় সোনার ধান, পানির দামে বেচাকেনা হয়, নারীর সতীত্ব শ্রমিকের ঘাম...’
কবি ও ঔপন্যাসিক মঈন শেখের বাড়ি রাজশাহীর তানোরে। তিনি সোহরাব আলীকে খুব ভালো জানেন। তিনি তাঁর গান সম্পর্কে বলেন, তিনি তাঁর গানে শুধু জীবনের কথাই লিখেছেন। তাঁর গান অনেক সমৃদ্ধ, কিন্তু ছন্নছাড়া জীবনের মতোই গানগুলো ছড়িয়ে–ছিটিয়ে লিখেছেন। কখনো সিগারেটের প্যাকেটে লিখেছেন, ছেঁড়া কাগজে লিখেছেন। তাঁর স্ত্রী ফেলে দিয়েছেন। স্থানীয় শিল্পীরা সুর করে যে কটি কণ্ঠে ধারণ করে রেখেছেন, সেই কটি গানই বেঁচে আছে।
সেই অনুষ্ঠানে অতিথিদের বটপাতায় পায়েস পরিবেশন করা হয়। খাওয়ার জন্য দেওয়া হয় তালপাতার চামচ।পাঠকের বাড়িতে সোহরাবের বই
সোহরাব আলী কৃষকদের জীবনমান উন্নয়নের আন্দোলন হিসেবে যেমন গান লিখেছেন, তেমনি কৃষকদের হাতে তুলে দিয়েছেন বই। তাঁর কাছ থেকে বই নিয়ে পড়তে পড়তে পাঠক হয়ে উঠেছেন স্কুলে না যাওয়া সত্যেন্দ্রনাথ প্রামাণিক। সোহরাব আলীর ভাষায়, সত্যেন তাঁর সবচেয়ে বড় পাঠক। এখন দর্শনের বই পড়ে দর্শন ব্যাখ্যা করতে পারেন।
সম্প্রতি তানোরের মাদারীপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাটির ঘরে খাটের ওপর বসে আল্লামা ইকবালের ‘শেকওয়াও জওয়াবে শেকওয়া’ বইটি পড়ছেন। তাঁকে সাজিয়ে রাখা হয়েছে সাইয়েদ আবদুল হাইয়ের ‘ভারতীয় দর্শন’, আরজ আলী মাতুব্বরের ‘রচনাসমগ্র’, রুশোর ‘সোশ্যাল কন্ট্রাক্ট’, ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জাপান যাত্রী’, রেবতী বর্মনের ‘দ্য ক্যাপিটাল’–এর মতো সব বই।
সারা জীবন বই পড়ে শুধু কৃষক হয়ে থাকলেন কেন জানতে চাইলে বেগম রোকেয়া থেকে উদ্ধৃত করে সোহরাব আলী বললেন, ‘এ কঠোর মহীতে চাষা এসেছে শুধু সহিতে, আর মরমের ব্যথা লুকায়ে মরমে জঠর অনলে দহিতে।’ এরপর বললেন, ‘আমি যেহেতু চাষার ছেলে চাষা তাই এসবের দ্বারাই বোধ হয় প্রভাবিত হয়েছি।’
সোহরাব আলীর সংগ্রহে রয়েছে ছয় শতাধিক বই। এর মধ্যে মাত্র ১০০টির মতো তাঁর বাড়িতে রয়েছে। বাকি পাঁচ শতাধিক বই বিভিন্ন এলাকার মানুষকে পড়তে দিয়েছেন।
সোহরাব আলী জানান, দুই বছর পর গত ৩০ আগস্ট আরজ আলী মাতুব্বরের ‘চিন্তারজগৎ’ বইটি ফেরত দিলেন রাজশাহীর এক পাঠক। একই দিনে ফেরত পেলেন জেলার বাগমারা উপজেলার মচমইল গ্রামের এক পাঠকের কাছ থেকে হায়দার আকবর খান রনোর ‘ফরাসি বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব’। শুধু এই বই দুটি আদায় করতে তিনি তানোর থেকে রাজশাহী শহরে এসেছিলেন। তাঁর সব বইপুস্তক এভাবেই পাঠকের বাড়িতে থাকে।
সম্প্রতি তানোরের মাদারীপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাটির ঘরে খাটের ওপর বসে আল্লামা ইকবালের ‘শেকওয়াও জওয়াবে শেকওয়া’ বইটি পড়ছেন। তাঁকে সাজিয়ে রাখা হয়েছে সাইয়েদ আবদুল হাইয়ের ‘ভারতীয় দর্শন’, আরজ আলী মাতুব্বরের ‘রচনাসমগ্র’, রুশোর ‘সোশ্যাল কন্ট্রাক্ট’, ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জাপান যাত্রী’, রেবতী বর্মনের ‘দ্য ক্যাপিটাল’–এর মতো সব বই।ছোট্ট এক গল্পে বদলে যায় জীবন
স্কুলে পড়ার সময় হরলাল রায়ের বাংলা ব্যাকরণে ‘চোরের আত্মকাহিনী’ রচনাটি চোখ খুলে দেয় বলে জানালেন সোহরাব হোসেন। সেই গল্পটি ছিল—চোর বলছে, ‘চুরি করতে গিয়ে প্রথম যেদিন ধরা পড়ি, বেদম প্রহারে পড়েছিলাম।’ এ সময় একটি ছোট্ট শিশু তার বাবাকে বলছে, ‘বাবা, আমি চোর দেখব।’ দেখার পরে শিশুটি বলল, ‘বাবা, চোর কোথায়? ও তো মানুষ!’ চোর বলছে, ‘শিশুটির কাছ থেকে প্রথম জানতে পারলাম, আমি মানুষ ছিলাম।’
ছোটবেলা থেকেই তাঁর মনোজগৎ তাই মানবিকভাবে তৈরি হয়েছে। জানালেন, ছোটবেলায় তিনি বাড়ি থেকে চাল চুরি করে নিয়ে যেতেন পার্শ্ববর্তী হতদরিদ্র হাড়িপাড়ায়। তাদের তিনবেলায় খাবার জুটত না। এ প্রসঙ্গে ঔপন্যাসিক ভিক্টর হুগোর একটি বিখ্যাত উপন্যাস ‘লা মিজারেবল’–এর মূল চরিত্র জাঁ ভ্যালজাঁর গল্প শোনালেন সোহরাব; বললেন, একটি রুটি চুরির অপরাধে তাঁকে ১৯ বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে। জাঁ ভ্যালজাঁর গল্প তাঁর চোখ ভিজিয়ে দেয়।
সোহরাব বই পড়া শুরু করেছিলেন প্রাথমিক বিদ্যালয় থেকেই। এসএসসির পর আনুষ্ঠানিক পড়া ছেড়ে দিয়ে সোহরাব আলী ‘সত্যিকারের পড়াশোনা’ শুরু করেন। তাঁর চিন্তার ক্ষেত্রে পরিবর্তনে প্রভাব ফেলেছে কার্ল মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সে–তুং, হোচিমিন, চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রো, ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, মাস্টারদা সূর্য সেন, বীরকন্যা প্রীতিলতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীরা। তিনি তাঁদের জীবনকে গভীরভাবে জেনেছেন। কথায় কথায় বললেন, ‘ছোটবেলায় উপন্যাস পড়েছি বেসুমার। এখন দর্শন ছেড়ে উঠতে ভালো লাগে না।’
সোহরাব আলীর দুই ছেলে ও দুই মেয়ে। ছোট ছেলে ও ছোট মেয়ে স্নাতক। বড় ছেলে ও বড় মেয়ে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁরা সবাই সংসারী।
সারা জীবন কৃষক থাকার জন্য কোনো দুঃখ নেই সোহরাব আলীর। দেড় শ বছরের পৈতৃক মাটির বাড়িতেই তাঁর সংসার। এই বাড়ি থেকে বড় হয়ে মোট ১১ সদস্য অন্যত্র বড় বড় বাড়ি করেছেন। শুধু তিনিই এই মাটির বাড়িতে রয়ে গেছেন।