আড়াইহাজারে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
Published: 7th, October 2025 GMT
আড়াইহাজারে অটোরিক্সা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন।
নিহত ইমন মিয়া মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, গত রবিবার রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান নামে এক ব্যক্তি অটোরিক্সা চুরি করে নিয়ে যাবার সময় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে।
এসময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন আসলে তাদের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি ইমনের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হয় সে।
প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল সকাল ৮ টারদিকে তিনি মৃত্যূ বরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে উপজেলায় একের পর এক ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পূজা উৎসমুখর হওয়ায় ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের শুভেচ্ছা
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট।
রোববার (০৫ অক্টোবর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় পূজা উৎসবমুখর হওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। তারা দুর্গাপূজার মতই আগামী দিনগুলোতে হিন্দু সম্প্রদায়ের যেকোন বিপদে আপদে জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকও পুজায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এরপর বিকাল সোয়া ৪ টার দিকে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইনের সাথেও দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, দরিদ্রভান্ডার পূজা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ননি গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দির কমিটির উপদেষ্টা ও নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য মিলন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, মহানগর হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, সজিব, তোবারক প্রমূখ।