আড়াইহাজারে অটোরিক্সা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে  ইমন মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন।

নিহত  ইমন মিয়া মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, গত রবিবার রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী  ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান  নামে এক ব্যক্তি অটোরিক্সা চুরি করে নিয়ে যাবার সময় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সিরাজ মিয়ার ছেলে  ইমন মিয়াসহ স্থানীয়রা তাকে হাতে নাতে  আটক করে।

এসময় ইমরানকে ছাড়িয়ে নিতে তার লোকজন আসলে তাদের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি  ইমনের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হয় সে।

প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে  তার অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল  সকাল ৮ টারদিকে তিনি মৃত্যূ বরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে উপজেলায় একের পর এক ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বন্দর থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

‎এসময়ে গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মিছিল।

‎শুক্রুবার ( ২১ নভেম্বর) বিকেল চারটায় বন্দর ২৩নঃ ওয়ার্ডের কবিলের মোড় থেকে শুরু করে লিফলেট বিতরণ ও গণমিছিলটি পৌরসভার সামনে নিয়ে চিতা শালের মোড় হয়ে সিরাজদ্দৌলা মাঠের দিয়ে বন্দরবাজার হয়ে বন্দর খেয়া ঘাটের গিয়ে শেষ হয়।

‎এসময়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের  মাঝে ৩১দফার লিফলেট বিতরণ করেন।

‎বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,বিএনপি নাজমুল হক, চঞ্চল মাহমুদ,সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাইনবোর্ড শাখা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ।

সাইনবোর্ড শাখা যুবদল নেতা আব্দুর রহিম সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা।

এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা রিয়াজুল, ফতুল্লা থানা তরুণ দলের সভাপতি রাসেল গাজী, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রিদয়, সিদ্ধিরগঞ্জ ছাত্রদল নেতা রেজাউল, শ্রমিকদল  নেতা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন বাদশা বলেন, “দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের সহযোদ্ধাদের হারাচ্ছি।

“আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে এসব হত্যার ঘটনা ঘটছে।তিনি আরো বরেন, দেশে দ্রুত একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।

আর সেই সরকার হতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার।” গোলাম কিবরিয়ার হত্যার দ্রুত বিচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানাচ্ছি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল
  • রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
  • আতাউর রহমান মুকুলের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন মাসুদুজ্জামান মাসুদ 
  • সিদ্ধিরগঞ্জে শাপলা কলির পক্ষে এনসিপির গনসংযোগ ও লিফলেট বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের গণসংযোগ ও র‌্যালি
  • নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় 
  • ফতুল্লায় দুর্বৃত্তের আগুনে যাত্রীবাহী বাস পুড়ে ছাই