পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
Published: 7th, October 2025 GMT
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬.
আরো পড়ুন:
কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর
আবার শেয়ার বিক্রি করবেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা
ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৫টি কোম্পানির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
এদিন ডিএসইতে মোট ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৭.৪১ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৭১ পয়েন্ট কমে ৯৬১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৩৪.৫৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।
সিএসইতে ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ড এসই স এসই
এছাড়াও পড়ুন:
ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার
টানা চার দিনের (১ থেকে ৪ অক্টোবর) ছুটি শেষে খুলেছে দেশের উভয় পুঁজিবাজার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ ছিল।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দুর্গাপূজার ছুটি শেষে ৫ অক্টোবর থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়।
লেনদেন শুরুর ৪৫ মিনিটে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ৪৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৩৫ কোটি টাকা। এদিকে, সিএসইর সার্বিক সূচক ৭৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৫৮ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫ লাখ টাকা।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার (০১-০২ অক্টোবর) দূর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপরে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির আওতায় ছিল। ফলে বুধবার থেকে শনিবার শেয়ারবাজার বন্ধ ছিল।
ঢাকা/এনটি/ইভা