কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনার মূল হোতা বোরহান উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ।

‘সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন’ শিরোনামে সোমবার (৬ অক্টোবর) সংবাদটি প্রকাশিত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

ভাইরাল ওই ঘটনায় সূত্রধরে রাত ১১টায় বৃদ্ধকে নির্যাতনকারী সুদের কারবারি বোরহানকে তার নিজ বাড়ি থেকে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন।

বোরহান উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

জাবেদ উল ইসলাম বলেন, “চান্দিনা থানার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, বোরহান দীর্ঘদিন যাবৎ এলাকায় সুদে টাকা বিনিয়োগ করেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে টাকা নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে বাড়ি থেকে ধরে এনে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে। এ ঘটনায় আকবর আলী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন এবং মানসিক ভেঙে পড়েন।

ঢাকা/রুবেল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব রহ ন

এছাড়াও পড়ুন:

মহানগরকে উড়িয়ে শেষ চারে আকবরের রংপুর

শেষ চারের চার দলকে পেয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। সিলেটে আজ ঢাকা মহানগরকে ৩ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠেছে রংপুর বিভাগ। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে মহানগরের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রংপুর। আজ ম্যাচ জিতে পয়েন্ট সমান করে নেট রান রেটেও মহানগরকে পেছনে ফেলেছে আকবর আলীর দল।

আগে ব্যাটিং করে পুরো ২০ ওভার খেলে মহানগর ৮ উইকেট হারিয়ে করতে পারে ৯০ রান। এই রান পেরোতে ৭ উইকেট হারালেও ১১ ওভারেই জয় পেয়ে যায় রংপুর। তাতে নেট রান রেট নিয়ে সব দুশ্চিন্তা দূর হয়ে যায় দলটির। রানতাড়ায় রংপুরের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেছেন জাহিদ জাভেদ।

৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটর। বৃহস্পতিবার সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ কারা, সেটি নির্ধারিত হবে আগামীকাল। দলটির সম্ভাব্য প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা কিংবা ঢাকা বিভাগ। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আগামীকাল খেলবে ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা ঢাকা বিভাগের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা খুলনা ও প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যাওয়া সিলেট।

চট্টগ্রাম ও খুলনা জিতলে এই দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সে ক্ষেত্রে এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ হবে ঢাকা বিভাগ। চট্টগ্রাম ও খুলনা দুই দলই হেরে গেলে নেট রান রেটে নির্ধারিত হবে এই দুই দলের মধ্যে কারা এলিমিনেটর খেলবে, সেটি। তবে ঢাকা চট্টগ্রামকে হারালে আর খুলনা জিতলে এলিমিনেটর হবে চট্টগ্রাম-রংপুরের মধ্যে।

আরও পড়ুনপাকিস্তান অধিনায়ক বললেন ‘টেল’, ম্যাচ রেফারি শুনলেন ‘হেড’৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লায় ঋণের টাকা দিতে পারেননি, বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • মহানগরকে উড়িয়ে শেষ চারে আকবরের রংপুর