‘পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হবে’
Published: 7th, October 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘‘বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টের আর্বিভাব হবে এবং কালো টাকার দৌরাত্ম্য বাড়বে।’’
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি
‘নারীদের ভোট ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই’
রেজাউল করিম বলেন, ‘‘প্রতিটি ভোটার তাদের ভোটের মূল্যায়ন চান, পিআর পদ্ধতিতে দেশের মানুষের ভোটের মূল্যায়ন হবে। এভাবে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ পাবে। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে দেশের অবস্থার উপর বিবেচনা করে ব্যবস্থা নেব।’’
সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘‘আমরা সবাই পিআর বুঝি, শুধু বিএনপি বোঝে না; তাই বিএনপিকে পিআর বোঝান। যারা পিআর বোঝে না, তারা আগের তত্ত্বাবধায়কও বোঝে নাই। তারা নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়।’’
পরে হবিগঞ্জের ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চারজন প্রার্থীর নাম ঘোষণা করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি হবিগঞ্জ-১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনে মাওলানা শেখ হাদিসুর রহমান রুহানী, হবিগঞ্জ-৩ আসনে মুহিব উদ্দিন আহমেদ সোহেল এবং হবিগঞ্জ-৪ আসনে আলহাজ্ব কামাল উদ্দিন আহমদকে প্রার্থী ঘোষণা করেন।
ঢাকা/মামুন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অর্থহীনের অ্যালবামে সুমনের পুত্র আহনাফ
প্রায় তিন বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিল অর্থহীন। গতকাল সকালে ঢাকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, ১৭ অক্টোবর প্রকাশিত হবে ফিনিক্সের ডায়েরি ২। ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাবে। এর মধ্যে ২ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।
সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রতিষ্ঠাতা, বেজ গিটারিস্ট, ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘গানগুলো শুধু আগের শ্রোতারাই পছন্দ করবে—এমন নয়; জেন–জি, জেন–আলফা বা পরবর্তী প্রজন্মের কাছেও এর আকর্ষণ থাকবে।’
অর্থহীন জানিয়েছে, অ্যালবামটিতে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। আগের অ্যালবামের তুলনায় এটি আরও বেশি সমৃদ্ধ।
অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে উৎসর্গ করা হয়েছে। এতে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেজ গিটারিস্ট বাবি লুইস ও ‘বেজবাবা’ সুমনের পুত্র আহনাফের সঙ্গে কোলাবরেশন করেছে অর্থহীন।
সংবাদ সম্মেলনে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে ব্যান্ডের বাকি দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারের এহতেশাম আলী উপস্থিত ছিলেন