ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
Published: 8th, October 2025 GMT
ঝিনাইদহে অস্ত্র ও বিস্ফোরকসহ আতাউল মন্ডল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৮ অক্টোবর) ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
পাবনায় বৈষম্যবিরোধী মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট
যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
গ্রেপ্তার আতাউল মন্ডল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালায়। এ সময় আতাউল মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুইটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট ধারালো কুড়াল ও দুইটি রামদা জব্দ হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার আতাউল মন্ডলের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চোখজুড়ানো শর্ষে ফুল
২ / ৮মাঠে কাজ শেষে শর্ষেখেতের পাশ দিয়ে বাড়ি ফিরছেন এক নারী