খুলনায় ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার
Published: 13th, November 2025 GMT
খুলনার তেরখাদা উপজেলা থেকে ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সদর ইউনিয়নের পৃথক স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নতুন বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রউফ ফকিরের বাড়িতে পলিথিনে মোড়ানো তিনটি লাল প্লাস্টিকের পাত্র দেখতে পান বাড়ির লোকজন। সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পরে তেরখাদা থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। পরে বাইপাস রোডের পাশে একটি গাছের নিচে এক পথচারী আরেকটি লাল রঙের পাত্র দেখতে পান। পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আরো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
আরো পড়ুন:
পুরান ঢাকা থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘‘পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।’’
ঢাকা/নূরুজ্জামান/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ককট লসদ শ
এছাড়াও পড়ুন:
প্রেম-ট্রেমে নেই, সরাসরি বিয়েটাই করব: পারসা ইভানা
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা। শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান পারসা ইভানা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পারসা ইভানার জন্মদিন। বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটছে। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
তটিনী আমার ভালো বন্ধু: ইয়াশ
সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা?
বিশেষ দিনটি বাড়িতে কাটানোর পরিকল্পনা করেছেন পারসা ইভানা। তার ভাষায়—“দেশে আমি, আমার ভাই আর খালামনি থাকি। জন্মদিন উপলক্ষে আমার ফ্রেন্ড বাসায় আসছে। আমার ভাইয়ের আর আমার একসঙ্গে জন্মদিন, তাই সবাই মিলে আসছে আরকি।”
কোনো পার্টির আয়োজন করেছেন কি না? এ প্রশ্নের জবাবে ইভানা বলেন, “আমি কখনো বার্থডে পার্টি করি না। আর আজ তো দেশের অবস্থা এমনিতেও ভালো না। ভাবছিলাম, ডিনার করতে যাব। বাট ওটাও আসলে হবে না মনে হয়। আর সবসময় বার্থডে উপলক্ষে ড্রেস বানাই, এবার আমার টেইলার ড্রেসটা নষ্ট করে দিয়েছে। বার্থডে উপলক্ষে যে ড্রেসটা বানাইছে, ওটা আর পরতে পারব না।”
ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কে ছিলেন পারসা ইভানা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে গেছে। প্রেম-বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, “আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?”
ঢাকা/শান্ত