প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত ১০০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর জন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী।
আরো পড়ুন:
ছবি ও ভিডিও বিকৃতি নিয়ে সোচ্চার মেহজাবীন
অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “সিএমভি সৌভাগ্যবান এমন একটি দারুণ খবর সবাইকে জানাতে পেরে। এটা আমাদের দীর্ঘ শ্রম, মেধা ও ভালোবাসার গল্প। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী ও নাটকের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টা ফসল এই কোটি ভিউয়ের শতক অর্জন। এই উৎসাহ নিয়ে সিএমভি সামনের দিনগুলোতে আরো মানসম্মত নাটক ও কনটেন্ট উপহারে প্রতিজ্ঞাবদ্ধ।”
কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরো রয়েছেন—শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।
এদিকে, অভিনেতা হিসেবে এ তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরো আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।
অন্যদিকে, অভিনেত্রীর তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নিহা। একই তালিকায় আরো আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক ন টক ন য় ন টক র
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ, পদ ৩৯৭৭
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ৯ম থেকে ১১ম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে মোট পদ ৩ হাজার ৯৭৭টি। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পদগুলোর মধ্য ৯ম গ্রেডের পদ ৫৮৭টি, ১০ম গ্রেডের পদ ২ হাজার ৯৭৪টি এবং ১১তম গ্রেডের পদ ৪১৬টি। এসব পদের পছন্দক্রমের আবেদন শুরু হবে ২৭ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে১ ঘণ্টা আগেআবেদন শুরু হবে ২৭ নভেম্বর থেকে। ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে