‘জামায়াত সকল বাংলাদেশিকে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই’
Published: 8th, October 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই বলে জানিয়েছেন দলের কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম খন্দকার আলী মুহসিন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
নির্বাচনে প্রতিযোগিতা করব, প্রতিহিংসায় যাব না: আব্দুল হালিম
সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব: পরওয়ার
অধ্যক্ষ খন্দকার এ কে এম খন্দকার আলী মুহসিন বলেন, ‘‘যার গায়ে যে ট্যাগই লাগান থাকুক না কেন, আমরা সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’’
এ সময় তিনি বলেন, ‘‘৭১ সালের পর গত ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করেনি। বরং সব সময় দেশের পক্ষে কাজ করেছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে আদর্শ বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।’’
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ জেলার শীর্ষ নেতারা।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ, পদ ৩৯৭৭
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ৯ম থেকে ১১ম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে মোট পদ ৩ হাজার ৯৭৭টি। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পদগুলোর মধ্য ৯ম গ্রেডের পদ ৫৮৭টি, ১০ম গ্রেডের পদ ২ হাজার ৯৭৪টি এবং ১১তম গ্রেডের পদ ৪১৬টি। এসব পদের পছন্দক্রমের আবেদন শুরু হবে ২৭ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে১ ঘণ্টা আগেআবেদন শুরু হবে ২৭ নভেম্বর থেকে। ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে