বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ গড়তে চাই বলে জানিয়েছেন দলের কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম খন্দকার আলী মুহসিন। 

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

নির্বাচনে প্রতিযোগিতা করব, প্রতিহিংসায় যাব না: আব্দুল হালিম 

সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব: পরওয়ার

অধ্যক্ষ খন্দকার এ কে এম খন্দকার আলী মুহসিন বলেন, ‘‘যার গায়ে যে ট্যাগই লাগান থাকুক না কেন, আমরা সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’’  

এ সময় তিনি বলেন, ‘‘৭১ সালের পর গত ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করেনি। বরং সব সময় দেশের পক্ষে কাজ করেছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে আদর্শ বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।’’ 

কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ জেলার শীর্ষ নেতারা। 

মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। 
 

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

না.গঞ্জ সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩০ কেজি ইলিশ জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে আনুমানিক  ৩০ কেজি ইলিশ মাছ জব্দ। জব্দকৃত মাছ এতিমখানা বিতরণ।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ'র নেতৃত্বে  সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন মাছের বাজার ও আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে বাজার হতে আনুমানিক ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ বিভিন্ন  এতিমখানায় বিতরণ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, মা ইলিশ রক্ষায় ০৪ অক্টোবর ২০২৫ হতে শুরু হওয়ায় এই অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ