খুলনায় লটারির মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদে ১৫ জন কর্মকর্তাকে পদায়ন/বদলি করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। 

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ জানান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের নির্দেশনায় লটারি পদ্ধতিতে খুলনা বিভাগের ১৫টি উপজেলায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়। প্রত্যেকে নির্দিষ্ট বক্স থেকে একটি করে কাগজ তুলেছেন। ওই কাগজে উল্লেখিত স্থানেই তার বদলির আদেশ দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে: গোলাম পরওয়ার

‘সঠিক স্থান নির্ধারণ না হওয়া আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’

তিনি জানান, লটারি কার্যক্রম চলাকালে বিভাগীয় কমিশনার মো.

ফিরোজ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

লটারির ফলাফল অনুসারে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করা ১৫ জনকে বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে সাদিয়া সুলতানাকে খুলনার কয়রা উপজেলায়, গাজী আশিক বাহারকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়, এম সাব্বির হাসানকে মাগুরার শালিখা উপজেলায়, নওসীনা আরিফকে বাগেরহাটের মোংলা উপজেলায়, নাজনীন সুলতানাকে ঝিনাইদহ সদরে, ইসতিয়াক আহমেদকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়, এম শরীফ খানকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায়, আবু শাহমাকে মেহেরপুরের মুজিবনগর উপজেলায়, মো.সাদমান আকিফকে মাগুরার মহম্মদপুর উপজেলায়, মো. সোহেল রানাকে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বদলি করা হয়। 

মো. সেবগাতুল্যাহকে খুলনার দাকোপ উপজেলায়, মো. আমিনুল ইসলামকে চুয়াডাঙ্গা সদরে, মুহাম্মদ আসিফ হায়দারকে বাগেরহাটের কচুয়ায়, মো. ফজলে রাব্বিকে খুলনার পাইকগাছা উপজেলায় ও আসমাউল হুসনা পিংকিকে মাগুরার শ্রীপুর উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র উপজ ল য়

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের টিকিট কাটল ঘানা

পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।

এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।

আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।

আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫

ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।

গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও

সম্পর্কিত নিবন্ধ