রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তন–সংলগ্ন এলাকায় নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রচার চালান তাঁরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এবারও সেই রীতি মেনে প্রায় চার হাজার শিক্ষার্থীকে বরণ নিচ্ছে প্রশাসন। আজ সকাল ১০টায় শুরু হয় এই অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক আলোচনার পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরও বক্তব্য দেওয়ার কথা আছে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বও আছে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। এসব নবীন আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভোট দিতে পারবেন।

এদিকে নবীনবরণ অনুষ্ঠানস্থলে প্রার্থীরা ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম। তিনি জানান, প্রার্থীরা অনুষ্ঠানস্থলের বাইরে থেকে প্রচার চালাতে পারবেন।

আরও পড়ুনভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা, তুলেছেন মনোনয়নপত্র০৩ সেপ্টেম্বর ২০২৫শিউলি ফুলের শুভেচ্ছা

নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেন কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে। তাঁরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নতুন। তাঁদের সবার কাছে প্রার্থীরা পৌঁছাতে পারেননি। আজ তাঁদের একসঙ্গে পাওয়া গেছে। এই নির্বাচনে এসব শিক্ষার্থী বিশাল ভোটব্যাংক।

আজ সকালে নবীন শিক্ষার্থীদের শিউলি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নোমান ইমতিয়াজ। তিনি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও প্রার্থী হয়েছেন। ফুলের পাশাপাশি নিজের নির্বাচনী লিফলেটও বিলি করেন তিনি।

শিউলি ফুল হাতে পেয়ে মুগ্ধতার কথা জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইরিন জামান খান। তিনি বলেন, ‘অসাধারণ! ফুল হাতে পেয়ে ভালো লাগছে।’

ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন ৫১ বছর বয়সী প্রার্থী শাহরিয়ার মোরশেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নব ন শ ক ষ র থ দ র বর ষ র শ ক ষ র থ অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আ.লীগ আমলের তিন নির্বাচনে অনিয়ম–দুর্নীতির অভিযোগ জানতে চায় তদন্ত কমিশন

আওয়ামী লীগ আমলের বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানতে চায় জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

দেশের যেকোনো নাগরিক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি, কমিশনকে ই-মেইল করার মাধ্যমে, কমিশনের ওয়েবসাইটে ঢুকে ‘মতামত ও সুপারিশ’ অপশন-এর মাধ্যমে অথবা ডাকযোগে তথ্য বা অভিযোগ দিতে পারবেন। আজ রোববার পত্রিকায় প্রকাশিত নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ২৬ জুন রাতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম।

জানতে চাইলে মুঠোফোনে কমিটির সদস্য মো. আবদুল আলীম প্রথম আলোকে বলেন, এটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ কমিশনে তথ্য বা অভিযোগ দিতে পারবে। এরপর কমিশনের একটি প্রতিবেদন হবে, সেখানে এর একটি প্রতিফলন থাকবে।

এদিকে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাকল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে। চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সশরীর কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংঘটিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

এতে বলা হয়েছে, কমিশনের ই-মেইলে ([email protected]) অথবা ওয়েবসাইটে (‌www.neic-bd.org) উল্লেখিত ‘মতামত ও সুপারিশ’ অপশন-এর মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন। এ ছাড়া টেলিফোনে বা সশরীর কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দিতে অফিস চলাকালে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কমিশন। টেলিফোনে যোগাযোগ করার নম্বর ০২-২২২২১৫৬৪৭ আর মোবাইল নম্বর ০১৫৫০০৪২০০।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ
  • দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা উৎপাদনে যেতে পারছে না
  • ১০% নগদ লভ্যাংশ দেবে বিডি ল্যাম্পস
  • আয়ের চেয়ে খরচ বেশি, ১২৫ কোটি টাকা লোকসানে ডেসকো
  • আ.লীগ আমলের তিন নির্বাচনে অনিয়ম–দুর্নীতির অভিযোগ জানতে চায় তদন্ত কমিশন
  • নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান রাকসু প্রার্থীর