মিরপুর গার্লস আইডিয়াল কলেজে ‘তারুণ্যের পৃথিবী’র দ্বিতীয় পর্ব
Published: 15th, October 2025 GMT
ভবিষ্যতের কর্মবাজারে টিকে থাকতে তরুণদের মধ্যে নতুন দক্ষতা ও সচেতনতা গড়ে তুলতে চলছে ‘তারুণ্যের পৃথিবী’ শীর্ষক ধারাবাহিক সেমিনার। এর দ্বিতীয় আসর বসেছিল আজ বুধবার দুপুরে, রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। রাজধানীর ৩০টি কলেজে পর্যায়ক্রমে এই আয়োজন হবে।
আজকের সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, ডিজিটাল স্কিল, সাইবার নিরাপত্তা, সৃজনশীল চিন্তন ও অনলাইন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া ও ভবিষ্যতের চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করার গুরুত্ব সেমিনারে তুলে ধরেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বলেন, ভবিষ্যতে হয়তো এখনকার স্মার্টফোনও থাকবে না। বরং কানের দুল বা চশমার মতো জিনিসের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে। দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে টিকে থাকতে হলে তরুণদের অবশ্যই পরিবর্তনগুলো সম্পর্কে জানতে হবে।
চাকরি করতে চাইলে শুধুমাত্র জ্ঞানী হয়ে থাকলে চলবে না বলে উল্লেখ করেন মোহাম্মদ আলী ফিরোজ। তিনি বলেন, বরং সামাজিক প্রত্যাশা পূরণের জন্য হলেও নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতের চাকরির বাজার ও ডিজিটাল পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করা অপরিহার্য।
‘তারুণ্যের পৃথিবী’ শীর্ষক আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। আজ বুধবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থাটির সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ যাচাই–বাছাই শেষে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যান নিজ সংস্থার অনুসন্ধানের মুখোমুখি হচ্ছেন।
দুদকের মহাপরিচালক (মানি লন্ডারিং) মো. মোকাম্মেল হক সাংবাদিকদের সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর (ইকবাল মাহমুদ) বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ইকবাল মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কীভাবে অনুসন্ধান করা হবে এবং কারা দায়িত্ব পাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ কর্মজীবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে শুরু করে ২০০৮ সালে সচিব পদে উন্নীত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান।
২০১২ সালে সিনিয়র সচিব পদ সৃষ্টি হলে তিনি ওই পদেও নিয়োগ পান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেন। একই বছরের নভেম্বরে এডিবির বিকল্প নির্বাহী পরিচালক হন। ২০১৪ সালের নভেম্বরে অবসর নেওয়ার পর ২০১৫ সালে বিটিআরসি চেয়ারম্যান ও ২০১৬ সালের মার্চে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।