বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমরা স্পষ্ট বলেছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না। আমরা পিআর পদ্ধতি আগামী নির্বাচনের জন্য অবশ্যই বিশ্বাস করি না। কারণ, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে।” 

তিনি বলেন, “সংসদ ছাড়া পিআর পদ্ধতি কিভাবে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব। এটা তো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। বিশ্বের যে দেশগুলোতে পিআর আছে, সেখানে খুবই অস্তিত্বশীল অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, আমরা বুঝি না।”

আরো পড়ুন:

বিএনপি ২ পক্ষের সংঘর্ষ: মিলনের পর ভাই আলমের মৃত্যু

একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

আহমেদ আযম খান বলেন, “যারা পিআর সম্পর্কে ঐক্যমত পোষণ করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। কারণ পিআরের পক্ষে ঐক্যমত পোষণ করে তারা আরেক দিকে নমিনেশন দিয়ে জনগণের কাছে ভোট চাইতে শুরু করেছে। তাহলে কোনটা তাদের সত্যি। সত্যি হলো, তাদের প্রতারণা জাতির সঙ্গে। কাজেই স্পষ্ট বলতে চাই, এই প্রতারণা বাদ দিয়ে জাতির কাছে আসুন। জাতির সামনে নিজেদের আদর্শ তুলে ধরুন। জাতি যদি ভোট দেয়, তাহলে আপনারা সংসদে বসবেন।”  

তিনি বলেন, “সামনের নির্বাচনে পিআরকে নিয়ে আন্দোলন করে লাভ হবে না। কারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো পিআরের জন্য প্রস্তুত নয়।”

আহমেদ আযম খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বোত্তম রাজনৈতিক দল। এখানে একটি আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি, এই একাধিক প্রার্থীই ধানের শীষে ভোট চাচ্ছেন। কাজেই একাধিক প্রার্থী থাকলেও দলের কোনো ক্ষতি হবে না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।” 

কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মাসুদুল আলম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান।

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স আযম খ ন

এছাড়াও পড়ুন:

ফেসবুকে নাঈম লিখলেন, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়’

খারাপ সময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার মোহাম্মদ নাঈম। ক্রিকেট মাঠে বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে, এমন আশাই করছেন নাঈম।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে গতকাল রাতে দেশে ফেরেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। বিমানবন্দরে তাদের দুয়ো দেয় কিছু মানুষ, ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান তোলে তারা।

এই ঘটনা নিয়ে গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। তিনি লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না—আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’

‘হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়—কারণ, আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেলেও ভিসা জটিলতায় শুরু থেকে যোগ দিতে পারেননি নাঈম। দ্বিতীয় ওয়ানডের আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালেও তিনি মাঠে নামেন শেষ ম্যাচে। তবে ২৪ বল খেলে ওই ম্যাচে নাঈমের ব্যাট থেকে আসে ৭ রান।

আরও পড়ুনআরও নতুন তিন লিগে নাম লেখালেন সাকিব১ ঘণ্টা আগে

ব্যর্থ হলেও ক্রিকেটাররা সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন দাবি করে নাঈম লিখেছেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা (প্রকাশ করা হয়েছে), গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’

সমর্থকদের কাছে ভালোবাসা প্রত্যাশা করেন জানিয়ে নাঈম আরও লিখেছেন, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক—লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠব—দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর জরিমানা গুনলেন জাদরান১৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ