বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যাংকঋণের উচ্চ সুদহার ব্যবসার জন্য বাধা। আগামী বছরের শুরুর দিকে সুদের হার কমবে। কমার হার হবে অনেক।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসার পরিবেশ সূচক বা ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স) প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ব্যবসায়ী নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এনবিআরের নিরীক্ষা কোনো সমস্যা না। তবে নিরীক্ষা কী প্রক্রিয়ায় হচ্ছে, সেটি সমস্যা। যখন আপনি নিরীক্ষার বিরুদ্ধে কথা বলবেন, তখন মনে হবে আপনি কমপ্লায়েন্স মানতে চাইছেন না।’ তিনি ব্যবসায়ীদের কমপ্লায়েন্স মানার অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুর্নীতিও ব্যবসার জন্য বড় প্রতিবন্ধকতা। পৃথিবীর সব জায়গাতেই দুর্নীতি আছে। আমরা দুর্নীতির পথকে কঠিন করে তুলতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমি তিনটি মন্ত্রণালয় সমন্বয় করছি। সেখানে কিছু হলে সুনির্দিষ্ট করে বলুন। আমি ব্যবস্থা নেব।’

রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কামরান টি রহমান। অনুষ্ঠানে বিবিএক্স প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ।

এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান বলেন, বিবিএক্স বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরছে। এটি নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের দেশের বেসরকারি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ উভয়ই বুঝতে সাহায্য করে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অবিলম্বে সেদিকে নজর দেওয়া ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা না এলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা আসবে না। বিনিয়োগ হবে না। আমদের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে না।’

বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী বলেন, ‘বছরের পর বছর ব্যবসায় লোকসান দেখানোর কারণেই কিন্তু ন্যূনতম করপোরেট কর বসেছে। কষ্ট হলেও আমাদের কমপ্লায়েন্ট হতে হবে। আমাদের একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) বাংলাদেশের প্রতিনিধি কাজুয়াকি কাতাওকা ও ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেন কারসন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট অন ষ ঠ ন ব যবস য র ব যবস

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিপুরে বিএনপির দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের কাজহরদী মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।

দোয়া মাহফিলে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি প্রফেসর ইব্রাহিম,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আল আমিন শাহ,সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,সাদিপুর ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন প্রমুখ।

শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ–জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় সভাপতির বক্তব্যে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা পুরো দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে দেশের পক্ষে কথা বলার শক্তি ফিরে পান।

সম্পর্কিত নিবন্ধ