পূর্বাচলে পুলিশ ব্যারাক উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
Published: 18th, October 2025 GMT
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় একটি পুলিশ ব্যারাক উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্যারাকে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও ট্রাফিক বিভাগের প্রায় ৭০০ পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকালে ব্যারাকের উদ্বোধন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনের পর ডিএমপি কমিশনার নতুন ব্যারাক পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন। এতে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের মনোবল চাঙা থাকবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো.
সন্ধ্যায় যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রথম আলোকে বলেন, গুলশানে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের পুলিশ সদস্যদের থাকার জন্য ছয়তলা ব্যারাক ভবনটি ইতিপূর্বে বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। সেটি যেকোনো সময় ধসে পড়তে পারে, সেই আশঙ্কায় গুলশানের সিকিউরিটি বিভাগ ও ট্রাফিক সদস্যদের পূর্বাচলে নির্মিত বহুতল পুলিশ লাইনস ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে পূর্বাচল নতুন শহরকে ডিএমপির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি পূর্বাচল শহরের জন্য ৪টি থানা, ৬টি ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স চালু করতে জনবল চেয়ে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সেই প্রস্তাব যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শনিবার প্রথম আলোতে ‘ডিএমপির অধীনে আসছে পূর্বাচল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি কমিশনার প্রথম আলোকে বলেন, একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) থেকে অর্থ বরাদ্দ হলেই দ্রুত থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স চালু করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ক উর ট ড এমপ র সদস য
এছাড়াও পড়ুন:
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে।
পাশাপাশি সরকারি চাকরিজীবী যেসব ভোটার নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তাঁরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো যাঁরা এই অ্যাপে নিবন্ধন করেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৯১ জন পুরুষ ভোটার এবং ১৭ হাজার ৫৭০ জন নারী ভোটার।
ইসি সচিব জানান, নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। তফসিল ঘোষণার পর থেকে আইসিপিভি বিষয়ে ১৫ দিন মেয়াদে নিবন্ধন প্রক্রিয়াটা চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।