১৯৮২ সালের ‘সত্তে পে সত্তা’ ছবির একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে একজন ছোট শিব রাজকুমারকে অমিতাভ বচ্চনের পাশে দেখা যাচ্ছে। সেই ছোট ছেলেটি যে একদিন কন্নড় সিনেমার শীর্ষ অভিনেতা হয়ে উঠবেন, তা কল্পনাও করা কঠিন ছিল। আজ শিব রাজকুমার কেবল একজন অভিনেতা নন, তিনি কন্নড় সিনেমার এক প্রতিষ্ঠান।

শুরুর দিনগুলো
শিব রাজকুমার কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে। ১৯৮৬ সালে ‘আনন্দ’ ছবিতে অভিনয় দিয়ে অভিষেক হয়। সেই ছবি মুহূর্তেই হিট হয়ে যায়। পরবর্তী সময়ে তিনি এক শর বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে অ্যাকশন, ড্রামা ও নানা ধরনের সিনেমা।

পর্দার উপস্থিতি ও উত্তরাধিকার
তারকাখ্যাতি থাকা সত্ত্বেও শিব রাজকুমার তাঁর বিনয়ী স্বভাবের জন্য পরিচিত। তিনি কখনো প্রচারমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হননি; বরং পুরো মনোনিবেশ করেছেন তাঁর অভিনয়ে। রাজনীতি থেকেও দূরে থেকেছেন। ২০২৩ সালে রজনীকান্তের ‘জেলার’-এ তিনি সংক্ষিপ্ত উপস্থিতিতেও তিনি দর্শকের মনে দাগ কাটেন।

শিব রাজকুমার। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, আমি বিদেশি বিয়ে করব’

পাকিস্তানি মডেল-অভিনেত্রী সাঈদা ইমতিয়াজ। বেশ কিছু সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। কয়েক দিন আগে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় সাঈদা ইমতিয়াজ বলেন— “অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত।”

বিয়ে, বিশ্বস্ততা, নিজের পছন্দের জীবনসঙ্গী নিয়েও এ সাক্ষাৎকারে খোলামেলা মত প্রকাশ করেন সাঈদা। এ অভিনেত্রী বলেন, “অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে ভয়ংকর মনে হয়। বিয়ের আগে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সামঞ্জস্য থাকা খুব জরুরি।”

আরো পড়ুন:

‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চান’

মেঘা থেকে অপু বিশ্বাস

নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে সাঈদা ইমতিয়াজ বলেন, “আমি লাভ-কাম-অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করি। তবে পাকিস্তানি পুরুষকে নয়, একজন বিদেশিকে বিয়ে করতে চাই।”

কারণ ব্যাখ্যা করে সাঈদা ইমতিয়াজ বলেন, “আমার মতে, অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত। কিন্তু অন্যান্য দেশের পুরুষদের মধ্যে অবিশ্বস্ততা তুলনামূলকভাবে অনেক কম। আমার ভাই-বোনেরা নিউ ইয়র্কে বসবাস করে, যেখানে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি নেই।”

 

স্থানীয় সমাজের নৈতিক অবক্ষয়ের উদাহরণ টেনে সাঈদা ইমতিয়াজ বলেন, “আমি এমন ঘটনাও শুনেছি, যেখানে একজন নারী নিজের বোনের বাগদত্তাকে বিয়ে করেছে। নারীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক না করা, যাতে আরেকজন নারীর সংসার না ভেঙে যায়।”

বিবাহিত পুরুষদের কাছ থেকে মেসেজ পেলে, তার প্রতিক্রিয়া কীভাবে দেন? এ প্রশ্নের জবাবে সাঈদা ইমতিয়াজ বলেন, “যদি কোনো বিবাহিত পুরুষ আমাকে মেসেজ করে, আমি তাকে হুঁশিয়ারি দিই যে, ‘আমি আমাদের এই কথোপকথনের স্ক্রিনশট আপনার স্ত্রীর কাছে পাঠাব।’ সাধারণত, তারপর তারা পিছু হটে।”

কাশ্মীর-আমেরিকান পরিবারের সন্তান সাঈদা। সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। তবে বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সাঈদা। 

 

২০১২ সালে দ্বি-ভাষিক পাকিস্তানি ‘কাপ্তান: দ্য মেকিং অব আ লিজেন্ড’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের চরিত্র রূপায়ন করেন সাঈদা।  

তথ্যসূত্র: পাকিস্তান অবজারভার

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
  • কুমারখালীতে বালুঘাট নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধসহ তিনজন আহত
  • সিটিজেনস ব্যাংকের বাড্ডা উপশাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
  • যুদ্ধবিরতি ভেঙে ফের সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান
  • সৈয়দ মনজুরুল ইসলাম, আমাদের কালের সন্ত
  • জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
  • হঠাৎ বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল তারিক কাজীর
  • মঞ্চে হাঁটার পরই তারিক ভাই আমাকে গালিগালাজ শুরু করলেন: মোশাররফ
  • ‘অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, আমি বিদেশি বিয়ে করব’