রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ পর্যালোচনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আদেশ ও প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দলটির নীতিনির্ধারকদের জরুরি সভা ডাকা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের এ জরুরি সভা শুরু হওয়ার কথা। সভায় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি সংস্কার বিষয়ে যেসব নেতা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাঁরাও অংশ নেবেন।

জরুরি সভা ডাকার বিষয়টি জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি পর্যালোচনা করছি। এই আদেশ কেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করতে পারবেন না, আমরা সেটি জানতে চাইব। প্রধান উপদেষ্টার ভাষণ ও আদেশসহ সার্বিক বিষয়ে এনসিপির বক্তব্য জরুরি সভার পর জানানো হবে।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জরুরি সভার পর প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এনসিপির অবস্থান জানানো হবে।

আরও পড়ুনজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মো.

সাহাবুদ্দিন১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র

এছাড়াও পড়ুন:

বিএনপি ফ্যাসিস্ট সরকারের আগুন সন্ত্রাস থেকে জনগণকে রক্ষা করবে : মান্নান

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে- এমন অভিযোগ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)  

আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও দমন-পীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে থাকব।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিপুদী চত্বরে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মান্নান বলেন, “আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে এখন ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে এক ইঞ্চি পিছিয়ে যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,  সাধারন সম্পাদক মোঃ মোতালেব কমিশনার  সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হাজী সেলিম হক সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি,  মনিরুজ্জামান,রফিকুল ইসলাম বিডিআর,  যুগ্ম সম্পাদক আতাউর রহমান,  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন   যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠু,  রাকিব হাসান,নোবেল মীর,করিম রহমান,আরিফ হোসেন বাবু,সোহেল রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
 

সম্পর্কিত নিবন্ধ