Prothomalo:
2025-11-08@11:36:32 GMT

মাস্কের অনাড়ম্বর জীবনযাপন

Published: 8th, November 2025 GMT

টেসলার প্রধান ইলন মাস্ক প্রথমবারের মতো ‘অর্ধ-ট্রিলিয়নিয়ার’ হয়েছেন। তাঁর জীবনযাপন বিলাসবহুল না হলেও ব্যতিক্রমী গাড়ির প্রতি তাঁর দুর্বলতা রয়েছে। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে তিনি এর নাম দেন ‘এক্স’। একসময় লস অ্যাঞ্জেলেসে সাতটি বাড়ির মালিক ছিলেন, যা পরে বিক্রি করে দেন। বর্তমানে টেক্সাসে ৫০ হাজার ডলারের একটি বাড়িতে থাকেন তিনি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজধানীর কালশীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর কালশীতে সড়ক দুর্ঘটনায় সৈয়দ হেলাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি ছিলেন। 

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই মোহাম্মদ রায়হান মিয়া জানান, নিহতের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। তিনি রাজধানীর কড়াইলে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

তিনি আরও জানান, বাসা থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় কালশীতে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি। 

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’’

ঢাকা/তারা//

সম্পর্কিত নিবন্ধ