সাতক্ষীরা-২ (সাতক্ষীরা-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রউফের মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আলীমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন একাংশের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মাছ বাজারসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচি চলাকালে মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুনবিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মশালমিছিল১৬ ঘণ্টা আগে

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রউফ অতীতে দল থেকে বহিষ্কৃত ছিলেন। তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন এবং বর্তমানে দলীয় কোনো পদও তাঁর নেই। এ কারণে তাঁর প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবদুর রউফের মনোনয়ন বাতিল না করলে বিএনপি এ আসন হারাবে বলে আশঙ্কা তাঁদের।

বক্তারা আরও বলেন, আবদুল আলীম গত ১৭ বছরে অর্ধশত মামলার আসামি ছিলেন। ‘স্বৈরাচার সরকারের’ নির্যাতন সহ্য করে দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছেন। স্থানীয়ভাবে তাঁর জনপ্রিয়তাও সুদৃঢ়। আবদুল আলীম সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের টানা সাতবারের নির্বাচিত চেয়ারম্যান। তাঁকে মনোনয়ন না দেওয়া হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলার বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, সাধারণ সম্পাদক আবদুল গনি, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সদস্য আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন ইসলাম প্রমুখ।

আরও পড়ুন মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল১৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র র মন ন আবদ ল

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ আকাশ প্রধান এর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন। 

সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের প্রতিক্রিয়া জানান এবং অভিলম্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে শিক্ষিত ও পরীক্ষিত ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী ডিবি হেফাজতে
  • ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
  • মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যা: বিচার দাবিতে বিক্ষোভ
  • ট্রেন থামিয়ে পরিচালক ও চালককে মিষ্টি খাওয়ালেন আন্দোলনকারীরা
  • ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  • নেত্রকোনায় জাতীয় দলের ফুটবলারকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ
  • মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
  • সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
  • ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি